logo
  • শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

রোববার সারাদেশে সড়ক অবরোধের ঘোষণা জুলাই যোদ্ধাদের

অনলাইন ডেস্ক
  ১৮ অক্টোবর ২০২৫, ১০:৪০
ছবি: প্রথম আলো

জাতীয় সংসদ ভবনের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর “জুলাই যোদ্ধা সংসদ” ঘোষণা দিয়েছে, তাদের মূল দাবিগুলো জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত না হলে আসছে রোববার (১৯ অক্টোবর) সারাদেশে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সংসদ ভবনের ১২ নম্বর গেটের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের প্রধান সমন্বয়ক মাসুদ রানা এ ঘোষণা দেন। তিনি জানান, অবরোধ কর্মসূচি দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশের প্রতিটি জেলা শহরে পালন করা হবে।

মাসুদ রানা অভিযোগ করে বলেন, “আমরা সংসদ ভবনের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছিলাম। প্রশাসনের কর্মকর্তারা এসে কথা বলেছিলেন, এবং আমরা আশ্বাস দিয়েছিলাম সকাল ১০টার মধ্যে কর্মসূচি শেষ করব। কিন্তু আলোচনা বা সমাধানের উদ্যোগ না নিয়ে হঠাৎ পুলিশ আমাদের ওপর হামলা চালায়।”

তিনি বলেন, “আমরা রাস্তায় থাকব যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবিগুলো পূরণ হয়। এই আন্দোলন জনগণের, কোনো রাজনৈতিক দলের নয়।”

সংগঠনটি অভিযোগ করেছে, গত এক মাস ধরে সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বারবার আলোচনার পরও জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের স্বীকৃতি দেওয়া হয়নি।

মাসুদ রানা জানান, তারা দেশের সব জেলা প্রশাসকের কাছে লিখিত দাবি জমা দিয়েছেন এবং প্রধান বিচারপতি ও প্রধান নির্বাচন কমিশনারসহ ১৪টি মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছেন।

তিনি আরও দাবি করেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল তাঁদের প্রস্তাব পর্যালোচনা করে চূড়ান্ত সনদে অন্তর্ভুক্তির আশ্বাস দিয়েছিলেন, কিন্তু “প্রকাশিত জুলাই সনদে সেই প্রতিশ্রুতির কোনো প্রতিফলন নেই।”

সংগঠনটি গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের শহীদ হিসেবে সরকারি স্বীকৃতি, আহতদের “জুলাই আহত বীর” হিসেবে মর্যাদা প্রদান, শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহতদের জন্য আইনি সহায়তা নিশ্চিত করার দাবি জানাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
 জুলাই সনদকে গণপ্রতারণা আখ্যা দিল এনসিপি
 বিক্ষোভের মুখে জুলাই সনদের পঞ্চম দফা সংশোধন করল জাতীয় ঐকমত্য কমিশন
জুলাই সনদের খসড়ায় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে: বামজোট
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আমন্ত্রণপত্র দিতে হাসপাতালে ঐকমত্য কমিশন
12