logo
  • শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

কোথায় আছে আইয়ুব বাচ্চুর গিটার

অনলাইন ডেস্ক
  ১৮ অক্টোবর ২০২৫, ১৫:০২

আইয়ুব বাচ্চুর গিটার বাজানো ও কণ্ঠশৈলীতে মুগ্ধ না হওয়া শ্রোতার সংখ্যা অতি নগণনীয়। বেঁচে থাকলে আজও তিনি দেশের বাইরে-মহাদেশে মঞ্চ দাপিয়ে বেড়াতেন। কিন্তু ২০১৮ সালের ১৮ অক্টোবর ভোরে ছড়ানো এক খবরে ভক্তরা জানলেন, তাঁর পথচলা চিরতরে থেমে গেছে। সেই দিন হাসপাতালে ভিড় করেন অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী, কেউ কেন্দ্রীয় শহীদ মিনারে, কেউ চট্টগ্রামে, যেখানে আইয়ুব বাচ্চু চিরনিদ্রায় শুয়েছেন।

আজ আইয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী। মৃত্যুর আগে তিনি কিছু স্বপ্ন দেখেছিলেন, যা পূরণ করতে কাজ করছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। ফাউন্ডেশনটি কার্যক্রম শুরু করেছিল ২০২০ সালে এবং চলতি বছরের ৯ জুলাই আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়। ফাউন্ডেশনের ওয়েবসাইটও রয়েছে। চেয়ারম্যান ও আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার বলেন, “বাচ্চুর স্বপ্ন পূরণ করতে পারলেই আমি নিজেকে সার্থক মনে করব। চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু তা কখন পূর্ণ হবে, এখনও জানি না। এজন্য অর্থায়ন খুব জরুরি।”

সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সন্ধ্যায় ঢাকার মগবাজারে ফাউন্ডেশন একটি দোয়া মাহফিলের আয়োজন করেছে। অনুষ্ঠানে দেশের ব্যান্ড জগতের সহযাত্রীরা এবং পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। ফাউন্ডেশন চায় আইয়ুব বাচ্চুর সংগ্রহকৃত সব গিটার দিয়ে একটি মিউজিক্যাল ক্যাফে চালু করতে, যেখানে মিউজিশিয়ান এবং সংগীতপ্রেমীরা নানা অনুষ্ঠান করতে পারবেন।

আইয়ুব বাচ্চু বিশ্বের নানা প্রান্ত থেকে নামী ব্র্যান্ডের প্রিয় গিটার সংগ্রহ করেছিলেন। তাঁর স্মৃতিবিজড়িত ‘ফেন্ডার স্ট্যাটোকাস্টার’ ও আইভানেজ ‘জেম সেভেনটি সেভেন’ সহ প্রায় ৫০টি গিটার নিয়ে এগোচ্ছে আইয়ুব বাচ্চু মিউজিয়াম। বর্তমানে এসব গিটার মগবাজারের বাসায় সংরক্ষিত। কয়েকটি প্রদর্শনীও হয়েছে ঢাকা ও চট্টগ্রামে। ফাউন্ডেশন ও পরিবার দীর্ঘদিন ধরে এই মিউজিয়াম এবং স্টুডিও-সহ কালচারাল হাব প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে।

ফাউন্ডেশনের সেক্রেটারি এবং ব্যান্ড এলআরবির সহযাত্রী আবদুল্লাহ আল মাসুদ বলেন, মিউজিয়ামে গিটার ছাড়াও আইয়ুব বাচ্চুর ব্যবহৃত টি-শার্ট, হ্যাট, ক্যাপ, চশমা থাকবে। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে দর্শকরা তাঁর কনসার্টের অনুভূতি অনুভব করতে পারবেন। একটি স্টুডিও থাকবে, যেখানে শিল্পীরা গান রেকর্ড করতে পারবেন এবং মিলনায়তনে নতুন মিউজিশিয়ানরা অনুষ্ঠান করতে পারবেন। তবে বাস্তবায়নের জন্য অর্থায়ন অপরিহার্য।

ফেরদৌস আক্তার বলেন, গিটারগুলো সঠিক তাপমাত্রায় সংরক্ষিত রয়েছে। গিটারগুলি আইয়ুব বাচ্চুর আরেকটি অস্তিত্ব, তাই যত্ন নেওয়া হচ্ছে।

আইয়ুব বাচ্চুর স্টুডিও এবি কিচেন-এ তিনি নিয়মিত গান বানাতেন। মৃত্যুর আগে তিনি ২০০-এর বেশি গান তৈরি করেছিলেন, যার মধ্যে ২৫টি প্রকাশের জন্য প্রস্তুত। প্রথম গান ‘ইনবক্স’ বছরের শুরুতে প্রকাশ হয়েছে। নতুন গান প্রকাশের জন্য পৃষ্ঠপোষকতার প্রয়োজন।

সম্প্রতি বাংলাদেশ-চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীনে পারফর্ম করেছে ইমন চৌধুরীর বেঙ্গল সিম্ফনি। অনুষ্ঠানে গিটারিস্ট অনি হাসান ও ডি-রকস্টার শুভও অংশ নেন। এই সময়ে আইয়ুব বাচ্চুকে স্মরণ করে ট্রিবিউট দেওয়া হয়। ইমন চৌধুরী এবং অনি হাসান আইয়ুব বাচ্চুর কিছু গান ইনস্ট্রুমেন্টাল করার পরিকল্পনা করছেন।

ইমন চৌধুরী বলেন, “বাচ্চু ভাই আমাদের সম্পদ। তিনি আমাদের প্রিয় দুই গিটারিস্ট বলে বলেছেন—এ জীবনে এর চেয়ে বড় প্রাপ্তি নেই। এবার চীনে প্রথমবারের মতো একসঙ্গে পারফর্ম করতে পেরেছি। সপ্তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাভরে স্মরণ করছি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12