শিক্ষকদের আন্দোলনে বিএনপির সমর্থন, বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি

শিক্ষকদের চলমান আন্দোলনের প্রতি নীতিগত সমর্থন জানিয়েছে বিএনপি। একই সঙ্গে আন্দোলন ঘিরে কোনো ধরনের অপচেষ্টা বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুর ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এসব কথা জানানো হয়।
বিবৃতিতে তারেক রহমান বলেন, শিক্ষকদের চাকরির নিরাপত্তা ও সামাজিক মর্যাদা রক্ষায় বিএনপি সবসময় অঙ্গীকারবদ্ধ। তিনি আরও উল্লেখ করেন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষকদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে জাতির অগ্রগতি সম্ভব নয়।
বিএনপি জানায়, তারা যদি আবারও জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তবে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা, চাকরির স্থায়ীকরণ এবং সব শিক্ষা প্রতিষ্ঠানের পর্যায়ক্রমে জাতীয়করণের জন্য ইতিবাচক পদক্ষেপ নেবে।
দলটি শিক্ষকদের আন্দোলনকে “ন্যায্য ও সময়োপযোগী” বলে অভিহিত করেছে। তবে কেউ যদি এই আন্দোলনকে পুঁজি করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তা কঠোরভাবে প্রতিহত করার কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বিএনপি।
বিবৃতিতে আরও বলা হয়, বিএনপি বিশ্বাস করে রাষ্ট্র ও জাতির সাংগঠনিক কিংবা নাগরিক উন্নয়নে যত উদ্যোগই গ্রহণ করে না কেন শিক্ষা ব্যবস্থাপনায় আধুনিকায়ন এবং শিক্ষকদের অর্থনৈতিক, সামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা না গেলে কাঙ্ক্ষিত সফলতা পাওয়া যাবে না।
এবং জনগণের ভোটে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে রাষ্ট্রের আর্থিক অনুকূলতা শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি, চাকরির স্থায়ীকরণ এবং সব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে জাতীয়করণের বিষয়ে ইতিবাচকভাবে বিবেচনার বিষয়ে বিএনপির কোনো দ্বিমত নেই।
মন্তব্য করুন