logo
  • শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

পাকিস্তানি হামলায় তিন ক্রিকেটার নিহত, ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়াল আফগানিস্তান

অনলাইন ডেস্ক
  ১৮ অক্টোবর ২০২৫, ১১:০৪
ছবি: ইন্টারনেট

আফগানিস্তানের পাকতিকা প্রদেশের আরগুন জেলায় পাকিস্তানি হামলায় তিন স্থানীয় ক্রিকেটার নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে আগামী নভেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গত মাসে সিরিজ আয়োজনের ঘোষণা দেয়। ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি ও লাহোরে এই ত্রিদেশীয় সিরিজ হওয়ার কথা ছিল। এতে অংশ নেওয়ার কথা ছিল পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান—এই তিন দলের।

বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানায়, “পাকতিকা প্রদেশের আরগুন জেলার সাহসী ক্রিকেটারদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। তাঁরা সন্ধ্যায় পাকিস্তানি বাহিনীর কাপুরুষোচিত হামলার শিকার হয়েছেন।”

এসিবি আরও জানায়, নিহত ক্রিকেটাররা পাকতিকা প্রদেশের রাজধানী শারানা শহরে একটি প্রীতি ম্যাচ খেলে ফেরার পথে হামলার সম্মুক্ষীণ হয়। এতে কবির, সিবঘাতুল্লাহ ও হারুন নামে তিন ক্রিকেটারসহ মোট আটজন নিহত এবং সাতজন আহত হন।

বিবৃতিতে এসিবি জানায়, “মর্মান্তিক এ ঘটনার প্রতিবাদে ও নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আসন্ন ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।” এই সিরিজটি আফগানিস্তানের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল, কারণ পাকিস্তানের মাটিতে এটিই হতো তাদের প্রথম ত্রিদেশীয় সিরিজ।

ত্রিদেশীয় সিরিজের সূচি অনুযায়ী, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দুটি ম্যাচ হওয়ার কথা ছিল—১৭ নভেম্বর উদ্বোধনী ম্যাচ এবং ২৩ নভেম্বর দ্বিতীয় ম্যাচ। তবে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক সাম্প্রতিক সময়ে অবনতি ঘটায় পরিস্থিতি আগেই ছিল উত্তপ্ত। হামলার ঘটনায় সিরিজ বাতিলের ঘোষণার পর এই উত্তেজনা আরও বেড়েছে।

এ বিষয়ে এখনো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কোনো মন্তব্য করেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12