মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে টেকনাফে নারী গুলিবিদ্ধ, স্থানীয়দের মধ্যে আতঙ্ক
মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছি ব্রিজ এলাকায় এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
আহত নারীর নাম ছেনুয়ারা বেগম (৩৫)। তিনি লম্বাবিল বাগগুনা গ্রামের আখতার হোসেনের স্ত্রী। গুলিটি তাঁর পায়ে লাগে। একই সময় আরেকটি গুলি স্থানীয় একটি কম্পিউটার দোকানের টিনের চাল ভেদ করে ভেতরে পড়ে।
বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ জানান, “গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। আহত নারী কুতুপালং হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কক্সবাজার সদর হাসপাতালে যাচ্ছেন।”
আহত নারীর স্বামী আখতার হোসেন বলেন, “বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ গুলি এসে স্ত্রীর পায়ে লাগে। পাশে থাকা শিশুটি অল্পের জন্য বেঁচে যায়।”
স্থানীয় দোকানি মেজবাহ উদ্দিন বলেন, “মিয়ানমার দিক থেকে ছোড়া একটি গুলি আমার দোকানের চাল ভেদ করে ভেতরে পড়ে। আরেকটি গুলি গিয়ে ছেনুয়ারার পায়ে লাগে। পরে আমরা তাজা গুলিটি উদ্ধার করে পুলিশকে জানিয়েছি।”
ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা বাংলা ট্রিবিউনকে জানান রফিকুল ইসলাম বলেন, “গত কয়েকদিন ধরে সীমান্তের ওপারে গুলির শব্দ শোনা যাচ্ছিল। আজ তা বাংলাদেশ পর্যন্ত এসে পৌঁছেছে।”
টেকনাফ থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর বাংলা ট্রিবিউনকে বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করে দুটি গুলির খোসা ও টিনের ছিদ্র পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুলি মিয়ানমার থেকে এসেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।”
স্থানীয় সূত্রে জানা গেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে সম্প্রতি আরাকান আর্মি, আরসা, আরএসও ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে। এর প্রভাব এখন সীমান্ত এলাকায়ও পড়ছে।
এর আগে ১০ অক্টোবর উখিয়ার রহমবিল এলাকায় এক রোহিঙ্গা নাগরিক গুলিবিদ্ধ হয়েছিলেন। সীমান্তে পুনরায় গোলাগুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।
তথ্যসূত্র- বাংলা ট্রিবিউন
মন্তব্য করুন






