শান্তি আলোচনা ব্যর্থ হলে আফগানিস্তানের সঙ্গে প্রকাশ্য যুদ্ধের সম্ভাবনা: পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী
শান্তি আলোচনা ব্যর্থ হলে আফগানিস্তানের সঙ্গে “উন্মুক্ত যুদ্ধ” শুরু হতে পারে বলে সতর্ক করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। তুরস্কের ইস্তাম্বুলে শনিবার থেকে শুরু হওয়া দুই দেশের মধ্যেকার বৈঠক চলমান অবস্থায় এই সতর্ক বার্তা দেন তিনি। বৈঠকটি রবিবার পর্যন্ত চলবে।
কাতার ও তুরস্কের মধ্যস্থতায় গত সপ্তাহে দোহায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি টিকিয়ে রাখার বিষয়েই এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। সাম্প্রতিক সীমান্ত সংঘাতে ডজনখানেক মানুষ নিহত ও শতাধিক আহত হন। আসিফ বলেন, “যদি সমঝোতা না হয়, তাহলে আমাদের কাছে যুদ্ধই একমাত্র বিকল্প। তবে আমি দেখেছি, তারা (আফগানিস্তান) শান্তি চায়।”
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইস্তাম্বুলে অনুষ্ঠিত এই টেকনিক্যাল আলোচনা দুই প্রতিবেশীর মধ্যে স্থায়ী সমাধানের পথ তৈরি করতে পারে। আলোচনায় আফগানিস্তানের প্রতিনিধিত্ব করছেন উপ-স্বরাষ্ট্রমন্ত্রী হাজি নাজিব, যদিও পাকিস্তান তাদের প্রতিনিধি দলের নাম প্রকাশ করেনি।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, আলোচনায় অবশ্যই আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানে সন্ত্রাসী কার্যক্রম বন্ধের বিষয়টি গুরুত্ব পেতে হবে। ইসলামাবাদ অভিযোগ করে আসছে যে, আফগানিস্তান পাকিস্তানি তালেবান (টিটিপি) সহ সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করে বলছে, পাকিস্তান সামরিক হামলার মাধ্যমে আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে ।
সীমান্তের প্রধান বাণিজ্যিক প্রবেশপথগুলো এখনো বন্ধ রয়েছে। প্রতিদিন কোটি কোটি ডলারের ক্ষতির মুখে পড়ছেন দুই দেশের ব্যবসায়ীরা।
আফগানিস্তানে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক ইব্রাহিম বাহিস বলেন, আলোচনায় গোয়েন্দা তথ্য বিনিময় গুরুত্বপূর্ণ ইস্যু হবে। উদাহরণ হিসেবে তিনি বলেন, পাকিস্তান যদি টিটিপি যোদ্ধাদের অবস্থানের তথ্য দেয়, তবে আফগানিস্তানকে নিজ উদ্যোগে ব্যবস্থা নিতে হবে—বিমান হামলা চালানো যাবে না।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি জানান, “দোহা আলোচনার পর থেকে আফগান ভূখণ্ড থেকে কোনো বড় হামলা হয়নি। এটাই প্রমাণ করে আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা চাই এই ধারা ইস্তাম্বুলেও বজায় থাকুক।”
দোহা-পরবর্তী যুদ্ধবিরতি আপাতত কার্যকর থাকলেও, দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা এখনো পুরোপুরি কাটেনি।
মন্তব্য করুন



