আরপিও’র ২০ নম্বর অনুচ্ছেদে প্রতীক সংশোধনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির
গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ২০ নম্বর অনুচ্ছেদে দল বা জোটের নির্বাচনী প্রতীক সম্পর্কিত যে সংশোধনের প্রস্তাব আনা হয়েছে, তা প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলটির দাবি, জোটগত নির্বাচনে প্রার্থীকে নিজের দলের প্রতীকে ভোট করার বাধ্যবাধকতা গণতান্ত্রিক অধিকারকে সীমিত করবে।
রবিবার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এ বক্তব্য দেন। বৈঠকে ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়াও উপস্থিত ছিলেন।
ইসমাইল জবিউল্লাহ বলেন, বিএনপি আরপিওর ২০ নম্বর অনুচ্ছেদে সংশোধনের প্রস্তাবের সঙ্গে একমত নয়। দলটি এই বিষয়ে তাদের মতামত যথাসময়ে নির্বাচন কমিশন, ঐক্যমত কমিশন এবং সরকারকে জানিয়েছে। তিনি আরও জানান, সরকারের উচ্চ পর্যায়ের উপদেষ্টাদের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের আলোচনায় আশ্বাস দেওয়া হয়েছিল যে, আরপিওর ২০ অনুচ্ছেদে কোনও পরিবর্তন আনা হবে না। “কিন্তু হঠাৎ করেই সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়—‘জোট করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে’। বিএনপি এই প্রস্তাবের সঙ্গে একমত নয় এবং এটি গ্রহণযোগ্য নয়,” বলেন তিনি।
তিনি বলেন, জোট গঠনের মূল উদ্দেশ্য নির্বাচনে জয়ী হওয়া। তাই জোটবদ্ধ রাজনৈতিক দলগুলোর নিজেদের পছন্দ অনুযায়ী প্রতীক বেছে নেওয়ার অধিকার থাকা উচিত। “দীর্ঘদিন ধরে এভাবেই জোটবদ্ধ দলগুলো নির্বাচন করে এসেছে এবং এতে কোনও সমস্যা সৃষ্টি হয়নি। এখন হঠাৎ করে এই প্রক্রিয়া পরিবর্তনের প্রয়োজনীয়তা আমাদের বোধগম্য নয়,” তিনি মন্তব্য করেন।
ইসমাইল জবিউল্লাহ আরও বলেন, জোটবদ্ধ হয়ে নির্বাচন করা আরপিওতে বৈধ এবং সেটাই বহুদিনের অনুসৃত রীতি। “যদি জোটবদ্ধ হয়ে রাজনীতি ও নির্বাচন করার অধিকার থাকে, তবে তাদের ইচ্ছানুযায়ী নিজ দলের বা জোটের অন্য দলের প্রতীক ব্যবহারের অধিকারও থাকা উচিত। তাই আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি আগের বিধান বহাল রাখার জন্য,” তিনি জানান।
তিনি আরও বলেন, এই বিষয়ে অনুরূপ একটি চিঠি সরকারের আইন উপদেষ্টার কাছেও পাঠানো হবে। “আমরা আশা করি সরকার সুস্থ বিচারবোধের পরিচয় দেবে এবং আগের মতোই ২০ নম্বর অনুচ্ছেদ অপরিবর্তিত রাখবে,” বলেন তিনি।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরপিওতে বেশ কয়েকটি সংশোধন আনার প্রস্তাব করা হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী, জোটের মনোনীত প্রার্থী হলেও তাকে নিজের দলের প্রতীকে নির্বাচন করতে হবে।
মন্তব্য করুন






