logo
  • রোববার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

মেট্রোরেলের পিলার থেকে পড়ে আসা বিয়ারিং প্যাডের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন

অনলাইন ডেস্ক
  ২৬ অক্টোবর ২০২৫, ১৪:১৮
ছবি: ইন্টারনেট

রোববার দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে একটি দুঃখজনক দুর্ঘটনা ঘটে। মেট্রোরেল চলাচলের সময় কম্পনরোধে ব্যবহৃত ভারী স্প্রিং (বিয়ারিং প্যাড) ছিটকে পড়ে এক পথচারীর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সোয়া ১২টার দিকে হঠাৎই স্প্রিংটি ওপর থেকে নিচে ছিটকে পড়ে। সেই সময় ফুটপাত দিয়ে ব্যাগ কাঁধে নিয়ে হেঁটে যাচ্ছিলেন আনুমানিক ৩৫-৪০ বছর বয়সী এক তরুণ। ভারী স্প্রিংটি (ওজন প্রায় ৪০-৫০ কেজি) তার মাথায় আঘাত করে পাশের একটি চাপ-সিঙ্গারা দোকানে গিয়ে লাগে। এতে দোকানের কাঁচ ভেঙে যায় এবং দুইজন আহত হন। মাথায় গুরুতর আঘাত পাওয়া তরুণ ঘটনাস্থলেই তাৎক্ষণিকভাবে মারা যান।

নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

ঘটনাটি তদন্তাধীন, বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের লাশ দেখতে না দেওয়ায় সংঘর্ষ, নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
রাশিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১০, নিখোঁজ ১২
ফার্মগেটে সড়ক অবরোধ শিক্ষার্থীদের
12