logo
  • রোববার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

টলিউডে চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণ

অনলাইন ডেস্ক
  ২৬ অক্টোবর ২০২৫, ১১:৫৮

বাংলাদেশের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণ বর্তমানে অবস্থান করছেন কলকাতায়। চঞ্চল অংশ নিচ্ছেন পরিচালক ব্রাত্য বসুর নতুন চলচ্চিত্র ‘শিকড়’-এর শুটিংয়ে, আর ফারিণ ব্যস্ত নতুন একটি প্রজেক্টের প্রস্তুতিতে।

সম্প্রতি অভিনেত্রী কোয়েল মল্লিকের আমন্ত্রণে দুজনেই উপস্থিত ছিলেন তার অভিনীত ‘স্বার্থপর’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে। সেখানেই জানা যায়, তারা দুজনই আলোচনায় আছেন নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর পরবর্তী সিনেমা নিয়ে।

ভারতের সংবাদমাধ্যমের প্রশ্নে একসঙ্গে উপস্থিতির কারণ জানতে চাইলে হাসিমুখে চঞ্চল বলেন, “পুরোটাই কাকতালীয়। আমি জানতাম না ফারিণ এখানে আছে, সেও জানত না আমি এসেছি। আমি টোনিদার (অনিরুদ্ধ রায় চৌধুরী) সঙ্গে মিটিংয়ে এসেছিলাম, তাসনিয়াও একই কারণে এসেছে। পরে দেখা হয়ে গেল, বেশ মজার এক কাকতালীয় ঘটনা।”

একই প্রশ্নে চঞ্চল ও ফারিণ দুজনেই জানান, “এখনও কিছু চূড়ান্ত হয়নি। তবে আলোচনা চলছে, আশা করি একসঙ্গে কাজ করব।”

যদিও তারা মুখে কোনো নিশ্চয়তা দেননি, তবুও টলিপাড়ায় জোর গুঞ্জন—অনিরুদ্ধ রায় চৌধুরীর পরবর্তী ছবিতেই দেখা যেতে পারে এই দুই বাংলাদেশি তারকাকে।

উল্লেখ্য, টালিউডে ফারিণের অভিষেক হয়েছিল ‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে, যা প্রশংসিত হয় দর্শক ও সমালোচকদের কাছে এবং এনে দেয় তাঁকে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা পুরস্কার। এরপর তাঁর নাম শোনা যায় বিপ্লব গোস্বামীর ‘পাত্রী চাই’ ও অভিজিৎ সেনের ‘প্রজাপ্রতি ২’ ছবিতেও।

অন্যদিকে, গত বছর সৃজিত মুখার্জির ‘পদাতিক’ সিনেমার মাধ্যমে টালিউডে যাত্রা শুরু করেন চঞ্চল চৌধুরী, যেখানে তিনি কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেন। বর্তমানে তিনি ব্যস্ত ব্রাত্য বসুর নতুন চলচ্চিত্র ‘শিকড়’-এর কাজ নিয়ে।

সব মিলিয়ে, চঞ্চল-ফারিণ জুটিকে বড় পর্দায় একসঙ্গে দেখা যাওয়ার সম্ভাবনা এখন টলিপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12