logo
  • রোববার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানি জেনারেল সাহির শামশেদ মির্জা

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা

  ২৬ অক্টোবর ২০২৫, ১৪:৩৫
জাগতিক

প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানি জেনারেল সাহির শামশেদ মির্জা। সাক্ষাতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিসহ বাংলাদেশ–পাকিস্তান সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়।

জেনারেল মির্জা দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জনসম্পর্কের বন্ধনের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, পাকিস্তান বহুমাত্রিক সহযোগিতা জোরদার করতে চায়। তিনি উল্লেখ করেন যে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, যোগাযোগ ও বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে।

“আমাদের দুই দেশ একে অপরকে সহায়তা করবে,” বলেন জেনারেল মির্জা। তিনি আরও জানান, করাচি ও চট্টগ্রামের মধ্যে দ্বিমুখী নৌপথ ইতিমধ্যে চালু হয়েছে এবং ঢাকা–করাচি আকাশপথও অচিরেই চালু হবে।

দুই পক্ষই মধ্যপ্রাচ্য ও ইউরোপে উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এছাড়া তারা ভ্রান্ত তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবহির্ভূত গোষ্ঠীর অপব্যবহারজনিত শান্তি ও স্থিতিশীলতার চ্যালেঞ্জ নিয়েও মতবিনিময় করেন।

“ভুয়া সংবাদ ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক মাধ্যমে প্লাবিত হচ্ছে। এটি বিশৃঙ্খলা ছড়াতে ব্যবহৃত হচ্ছে। এই সমস্যার মোকাবিলায় বৈশ্বিক সম্মিলিত প্রচেষ্টা দরকার,” মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।

সাক্ষাতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
সৌদি আরব সফরে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
সৌদি বাদশাহর আমন্ত্রণে রিয়াদ যাচ্ছেন প্রধান উপদেষ্টা ইউনূস
প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করছে তার ঘনিষ্ঠ কিছু উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে সাক্ষাতে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত
12