ইন্টারনেট কেবেলর জঙ্গল, ঝুঁকিতে জননিরাপত্তা
রাজধানীর বাংলামোটর এলাকায় ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে সৃষ্টি হয়েছে কেবেলতারের জঙ্গল। রাস্তার খুঁটি থেকে ভবনের ছাদ পর্যন্ত ঝুলে থাকা অসংখ্য তার এখন এক অগোছালো দৃশ্য।
প্রতিদিনই নতুন সংযোগ দিতে এসে টেকনিশিয়ানরা পুরোনো তারের সঙ্গে নতুন তার যুক্ত করছেন, ফলে জটলা আরও ঘন হচ্ছে। এতে শুধু নগরীর সৌন্দর্যই নষ্ট হচ্ছে না—বাড়ছে অগ্নিকাণ্ড ও দুর্ঘটনার ঝুঁকিও।
স্থানীয়রা জানান, বাতাসে দুলতে থাকা এসব তার অনেক সময় নিচে নেমে আসে, যা পথচারী ও যানবাহনের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ায়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, “অযত্নে ঝুলে থাকা কেবেলতারের কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এখনই ব্যবস্থা নেওয়া দরকার।”
নগরবাসীর দাবি, দ্রুত এসব ঝুলন্ত তার সরিয়ে সুশৃঙ্খল কেবল ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক, যেন নিরাপদ ও দৃষ্টিনন্দন ঢাকা গড়ে ওঠে।
মন্তব্য করুন






