logo
  • রোববার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

ভারত কখনোই বাংলাদেশের স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ চায়নি : রিজভী

নিজস্ব প্রতিবেদক

  ১৯ অক্টোবর ২০২৫, ১৬:৪৮
জাগতিক

দেশে বিভিন্ন স্থানে লাগাতার অগ্নিকাণ্ডের ঘটনায় জাতি গভীর শঙ্কায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এসব ঘটনা কেবল কাকতালীয় নয়, এর পেছনে পরিকল্পিত উদ্দেশ্য থাকতে পারে।

রোববার (১৯ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ফায়ার সার্ভিসের গাড়ি বিমানবন্দর কর্তৃপক্ষ আটকে রেখেছিল—এটা কি শুধু বুরোক্রেসি, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে?”

তিনি দাবি করেন, দেশে অস্থিতিশীলতা তৈরির জন্য একটি মহল সক্রিয়ভাবে কাজ করছে এবং এ প্রচেষ্টায় ভারত বিভিন্ন সময় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করছে। রিজভীর ভাষায়, “ভারত কখনোই বাংলাদেশের স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ চায়নি। তারা বারবার শেখ হাসিনার মতো অবৈধ সরকারকে সমর্থন দিয়েছে।”

আগামী ফেব্রুয়ারির নির্বাচনের আগে দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন তিনি। “একর পর এক অগ্নিসংযোগ, লঞ্চে আগুন, কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড — এসব কি নিছক দুর্ঘটনা? বিষয়টি তদন্ত করা জরুরি,” বলেন রিজভী।

খালেদা জিয়ার নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের জন্য বুলেটপ্রুফ গাড়ি কেনা হচ্ছে। তিনি সুস্থ থাকলে নির্বাচনী গণসংযোগে অংশ নেবেন।

জুলাই সনদকে দেশের ‘ম্যাগনা কার্টা’ হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে রিজভী বলেন, “গণতন্ত্র টিকিয়ে রাখতে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। ডেমোক্রেসির বদলে যদি ‘মবোক্রেসি’ চলে, তাহলে গণতন্ত্রের আত্মাই হারিয়ে যাবে।”

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুসহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ইসিকে গণিমতের মাল হিসেবে ভাগ করেছে বিএনপি-জামায়াত-উপদেষ্টারা: নাসিরুদ্দিন পাটওয়ারী
দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পেল বিএনপি, আগ্নেয়াস্ত্রের লাইসেন্সও বিবেচনায়
শিশুদের মক্তব দখল করে বিএনপি কার্যালয়! চরফ্যাশনে ধর্মীয় স্থাপনা নিয়ে চাঞ্চল্য
টেলিগ্রাফের প্রতিবেদন: মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের মুখোমুখি শেখ হাসিনা
12