logo
  • রোববার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে আসছে ৪ দেশের বিশেষজ্ঞ টিম

অনলাইন ডেস্ক
  ২৫ অক্টোবর ২০২৫, ১৫:০৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে অংশ নিচ্ছে চার দেশের বিশেষজ্ঞ টিম। বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২৫ অক্টোবর) সকালে বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, বিদেশি বিশেষজ্ঞরা এসে দেখবেন, ঘটনাস্থলে কোনো অব্যবস্থাপনা ছিল কি না।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সর্বোচ্চ চেষ্টা করেছে। তারা ফেল করেনি। সময়মতো ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।” তিনি জানান, এয়ারপোর্ট অথরিটির চারটি ইউনিট চার মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় এবং ফায়ার ব্রিগেডের ইউনিটগুলোও ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে সেখানে যোগ দেয়।

তিনি আরও বলেন, “আগুন দ্রুত ছড়িয়েছে কারণ ওই স্থানে খাদ্যপণ্য ছিল, কেমিক্যাল নয়।”

বিমানবন্দরের ইলেকট্রনিক গেট দ্রুত চালুর বিষয়ে আলোচনার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্ট-সংক্রান্ত ভোগান্তি কমাতেও সরকার পদক্ষেপ নেবে।

ফায়ার ইউনিটের সক্ষমতা প্রসঙ্গে তিনি বলেন, “যে ইউনিট বিমান পরিচালনার জন্য থাকে, সেটি কার্গো ভিলেজেও কাজ করতে পারে—এতে কোনো সমস্যা নেই। যেমন আমরা ঘরের পোশাক পরে আত্মীয়ের বাসায় যেতে পারি।”

পরিদর্শনকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ড 'পূর্বপরিকল্পিত' বলে জনগণের বিশ্বাস: মির্জা ফখরুল
শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের তিনদিন অতিরিক্ত ফ্লাইট চার্জ মওকুফ
12