logo
  • রোববার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

কার্গো ভিলেজের আগুন ‘পরিকল্পিত’ দাবি কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের

অনলাইন ডেস্ক
  ১৯ অক্টোবর ২০২৫, ১৬:২৪
ছবি: সংগ্রহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড ‘পরিকল্পিত’ বলে মনে করছে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি, এটি কেবল দুর্ঘটনা নয়; দেশের শিল্প-কারখানা, আমদানি–রপ্তানি খাত ও সামগ্রিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে জাতীয় অর্থনীতিকে অচল করার নীলনকশার অংশ হতে পারে।

রোববার সংগঠনের সভাপতি মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

বিজ্ঞপ্তিতে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ও অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা পুনর্মূল্যায়ন করে দ্রুত সংস্কার ও আধুনিকায়ন নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি ব্যবসায়ীদের ক্ষতি পূরণে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং আমদানি পণ্যের নির্মাণাধীন গুদাম জরুরি ভিত্তিতে অস্থায়ীভাবে চালুর আহ্বান জানানো হয়।

সংগঠনটির ভাষ্য, আমদানি পণ্যের গুদামে সংরক্ষিত সব পণ্যই ভস্মীভূত হয়েছে; কিছু পণ্য অক্ষত দেখালেও তাপ ও ধোঁয়ায় ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। তারা অভিযোগ করে, আগুন লাগার পর সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস যথাসময়ে কার্যকরভাবে নেভানোর কাজ শুরু করতে ব্যর্থ হয়েছে।

ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন মনে করে, ঘটনাটি অর্থনৈতিক স্থিতিশীলতা ও বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত করার পরিকল্পিত অপচেষ্টার অংশ কি না, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা জরুরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ড 'পূর্বপরিকল্পিত' বলে জনগণের বিশ্বাস: মির্জা ফখরুল
শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের তিনদিন অতিরিক্ত ফ্লাইট চার্জ মওকুফ
চট্টগ্রাম ইপিজেডে আল হামিদ টেক্সটাইল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
মিরপুর অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে সহায়তা দেবে বিএনপি
12