logo
  • শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

নতুন বাংলাদেশের যাত্রা শুরু, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আসবে উন্নয়ন: প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক

  ১৮ অক্টোবর ২০২৫, ০০:১৮
ছবি- TBS

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৭ জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে ‘নতুন বাংলাদেশের’ আনুষ্ঠানিক সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি এই সনদকে অভ্যুত্থানের ‘দ্বিতীয় অধ্যায়’ হিসেবে উল্লেখ করেন এবং এর পেছনে যাঁরা আত্মত্যাগ করেছেন তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ড. ইউনূস বলেন, “আজকের সনদ স্বাক্ষর বাংলাদেশের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। এটি দেশের কাঠামোগত পরিবর্তনের পথ উন্মুক্ত করবে। আমরা এমন এক সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে বাংলাদেশকে দেখে বিশ্ব ঈর্ষান্বিত হবে।”

তিনি আরও বলেন, “জাতি এখন এক নবজাগরণের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। গণঅভ্যুত্থান ও ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফলেই এই ঐতিহাসিক পরিবর্তন সম্ভব হয়েছে।”

দেশের সামুদ্রিক সম্পদ রক্ষার গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের সমুদ্রসীমায় অন্য দেশের জেলেরা মাছ শিকার করছে—এটি বন্ধ করা সম্ভব যদি আমরা সম্মিলিতভাবে কাজ করি। কক্সবাজারকেন্দ্রিক একটি বৃহৎ উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে সিঙ্গাপুরের মতো সমৃদ্ধ অঞ্চলে পরিণত হবে।”

সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে ড. ইউনূস বলেন, “সব পক্ষের অংশগ্রহণে এমন একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে, যা দেশের জনগণ ও আন্তর্জাতিক মহল উভয়ের প্রশংসা কুড়াবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
 জুলাই সনদকে গণপ্রতারণা আখ্যা দিল এনসিপি
রোববার সারাদেশে সড়ক অবরোধের ঘোষণা জুলাই যোদ্ধাদের
 বিক্ষোভের মুখে জুলাই সনদের পঞ্চম দফা সংশোধন করল জাতীয় ঐকমত্য কমিশন
জুলাই সনদের খসড়ায় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে: বামজোট
12