logo
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

শেখ হাসিনার সাথে ৫ জন উপদেষ্টা হাত মিলিয়েছে: রাশেদ খান

অনলাইন ডেস্ক
  ০৯ অক্টোবর ২০২৫, ১০:২০
সংগ্রহীত

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, শেখ হাসিনার সঙ্গে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছেন, তারা তার সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমাদের ডাকা হয়েছিল। তখন আমরা যতটুকু শুনেছিলাম, আজকেই নাকি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, “আজকের এই আলোচনা দেখে মনে হচ্ছে, আমরাও যেন শেখ হাসিনার সঙ্গে হাত মিলিয়ে ফেলেছি। বিশেষ করে যেসব দল শেষ দিনে বক্তব্য রেখেছিল—যারা একই দিনে জাতীয় নির্বাচন ও জুলাই সনদের পক্ষে গণভোটের কথা বলেছিল—তারাও এখন অবস্থান পরিবর্তন করেছে। এখন তারা বলছে, জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে। এটা রাজনীতিবিদদের চরিত্রের দুর্বলতা, যা জনগণ পছন্দ করে না। আপনি সকালে একটা বলবেন, বিকেলে আরেকটা বলবেন—এভাবে তো চলতে পারে না।”

তিনি আরও বলেন, “ঐকমত্য কমিশনে আমি বলেছি—আমরা কি তাহলে সেই গণঅভ্যুত্থানের পরের অবস্থায় ফিরে যাচ্ছি, যখন এই কমিশন গঠিত হয়েছিল? আমাদের তো সামনে এগিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আজকের আলোচনা দেখে মনে হয়েছে আমরা উল্টো পিছিয়ে যাচ্ছি। ঐকমত্য কমিশন যেমনভাবে হতাশ, আমরাও একইভাবে হতাশ। এই আলোচনা কোনোভাবেই জনগণের প্রত্যাশা পূরণ করছে না।”

রাশেদ খান আরও জানান, “সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে জাতিকে একটি সেরা নির্বাচন উপহার দেওয়া হবে। সেখানে আমাদের উচিত নির্বাচনের প্রস্তুতি নেওয়া। কিন্তু আমরা নিজেদের মধ্যেই প্রতিদিন মতপার্থক্য তৈরি করছি। এজন্য আমি বলেছি, যদি এইভাবে আলোচনা চলতে থাকে, তাহলে এক মাসেও কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে না।”

তিনি আরও যোগ করেন, “আমরা নয়টি রাজনৈতিক দল বসেছিলাম, আলোচনা করেছিলাম। কিন্তু আজকের ঐকমত্য কমিশনের বৈঠকে দেখলাম—তাদের মধ্যেও গভীর মতভেদ রয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12