নাইজেরিয়ায় স্থল বা আকাশপথেও হামলা হতে পারে: ট্রাম্প
নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যাকাণ্ডের ঘটনায় সামরিক অভিযানের হুমকি পুনর্ব্যক্ত করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “এই হামলা স্থল বা আকাশপথেও হতে পারে।”
রবিবার (২ নভেম্বর) এয়ার ফোর্স ওয়ানে থাকা এএফপির এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, তিনি কি নাইজেরিয়ায় স্থল সেনা বা বিমান হামলার কথা ভাবছেন? উত্তরে ট্রাম্প বলেন, “হতে পারে, মানে অনেক কিছুই—আমি অনেক কিছুরই কল্পনা করি।”
তিনি আরও বলেন, “তারা খ্রিস্টানদের হত্যা করছে এবং খুব বড় সংখ্যায় হত্যা করছে। আমরা সেটা ঘটতে দেব না।”
এর আগে শনিবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে দাবি করেন, তিনি পেন্টাগনকে নাইজেরিয়ায় সম্ভাব্য হামলার পরিকল্পনা করতে বলেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নাইজেরিয়া যদি খ্রিস্টানদের ওপর হত্যাযজ্ঞ বন্ধ না করে, তবে যুক্তরাষ্ট্র দ্রুত ও কঠোর পদক্ষেপ নেবে।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবুর মুখপাত্র ড্যানিয়েল বালা এএফপিকে বলেন, “নাইজেরিয়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে যুক্তরাষ্ট্রের অংশীদার। তবে যেকোনো সহায়তা আমাদের আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে।”
বালা আরও জানান, ট্রাম্পের মন্তব্যকে আলোচনার আহ্বান হিসেবে দেখা উচিত। তিনি বলেন, “আমরা জানি, ডোনাল্ড ট্রাম্পের যোগাযোগের নিজস্ব ধরন আছে। হয়তো এটি দুই নেতার মধ্যে আলোচনার পথ খুলে দেওয়ার একটি কৌশল।”
তিনি ইঙ্গিত দেন, শিগগিরই যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার নেতাদের মধ্যে বৈঠক হতে পারে, যেখানে সন্ত্রাসবাদ ও নিরাপত্তা নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা হবে।
বিশেষজ্ঞদের মতে, নাইজেরিয়ার সংঘাতে খ্রিস্টান ও মুসলিম উভয় পক্ষই প্রাণ হারাচ্ছেন, যদিও পশ্চিমা ডানপন্থীরা একে “খ্রিস্টানদের ওপর নিপীড়ন” হিসেবে তুলে ধরছে। নাইজেরিয়া সরকার এ অভিযোগ অস্বীকার করে বলেছে, দেশটিতে ধর্মভিত্তিক কোনো টার্গেটেড হত্যাকাণ্ড চলছে না।
মন্তব্য করুন





