বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়া কে এই রুবাবা দৌলা?
		
		
		
		
		বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নতুন পরিচালক হিসেবে যোগ দিচ্ছেন দেশের পরিচিত কর্পোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা। সোমবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। নতুন এনএসসি মনোনীত পরিচালক হিসেবে তিনি শিগগিরই বিসিবি বোর্ড সভায় যোগ দেবেন।
রুবাবা দৌলা কর্পোরেট দুনিয়ার একজন পরিচিত মুখ। বর্তমানে তিনি ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে তিনি নেপাল ও ভুটানের কার্যক্রমও দেখভাল করছেন। এর আগে গ্রামীণফোন ও এয়ারটেল বাংলাদেশের শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।
কর্পোরেট নেতৃত্বের পাশাপাশি রুবাবা দৌলা খেলাধুলার প্রশাসনিক অঙ্গনেও দীর্ঘদিন যুক্ত আছেন। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন। এছাড়া বর্তমানে তিনি স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
রুবাবা দৌলার নিয়োগের মাধ্যমে বিসিবির ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোনো নারী পরিচালক দায়িত্ব পেলেন। ক্রিকেট বোর্ডের ইতিহাসে এ ধরনের উপস্থিতি নারী নেতৃত্বের নতুন দিগন্ত খুলে দিয়েছে বলে মনে করছেন অনেকেই।
এর আগে, ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি বোর্ড নির্বাচনের পর এনএসসি দুইজন পরিচালক মনোনীত করেছিল— ইশফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সল আশিক। তবে ইশফাক আহসানের মনোনয়ন ঘিরে বিতর্ক দেখা দেয়। তিনি একসময় ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সর্বশেষ জাতীয় নির্বাচনে মনোনয়ন চেয়েছিলেন।
পরে এনএসসি জানায়, ইশফাক আহসান স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পরই রুবাবা দৌলাকে নতুন পরিচালক হিসেবে মনোনীত করা হয়।
রুবাবা দৌলার অন্তর্ভুক্তি বিসিবিতে কর্পোরেট অভিজ্ঞতা ও নারী নেতৃত্বের সমন্বয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন

