শেষ সময়েও ইহুদিদের মন জয়ের চেষ্টায় জোহরান মামদানি
নিউইয়র্কের মেয়র নির্বাচনের ঠিক আগে ইহুদি সম্প্রদায়ের প্রভাবশালী একটি অংশের সমর্থন পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। তবে তার এই সমর্থনকে কেন্দ্র করে ইহুদি ধর্মীয় নেতাদের মধ্যে দেখা দিয়েছে বিভক্তি। সম্প্রদায়ের শীর্ষ কয়েকজন নেতা মামদানির প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুয়োমোকেও সমর্থনের ঘোষণা দিয়েছেন।
ইসরায়েলের প্রভাবশালী দৈনিক হারেৎজ জানিয়েছে, নিউইয়র্কে বসবাসকারী হাসিদি ইহুদি সম্প্রদায়ের আহরোনিম গোষ্ঠীর এই বিভক্তি স্থানীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।
গাজায় ইসরায়েলি অভিযান নিয়ে সমালোচনামূলক অবস্থানের কারণে জোহরান মামদানির প্রতি ইহুদি ভোটারদের একটি অংশ ক্ষুব্ধ হলেও, তার প্রতি কট্টরপন্থি এক ইহুদি গোষ্ঠীর সমর্থনকে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
সমর্থন পাওয়ার পর নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে মামদানি লিখেছেন, “আজ উইলিয়ামসবার্গে ইহুদি ধর্মীয় নেতা ও প্রভাবশালী গোষ্ঠীর সমর্থন পেয়ে সম্মানিত বোধ করছি। আমরা একসঙ্গে ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে লড়ব এবং নিউইয়র্ককে সবার জন্য উপযুক্ত শহর হিসেবে গড়ে তুলব।”
অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুয়োমোও তার ভ্যারিফায়েড এক্স অ্যাকাউন্টে লিখেছেন, “সাতমার সম্প্রদায়ের প্রিয় বন্ধুরা আমাকে সমর্থন দিয়েছেন, এতে আমি সম্মানিত।”
নিউইয়র্কের রাজনীতিতে হাসিদি ইহুদিদের এই গোষ্ঠীর প্রভাব অনেক পুরনো। ২০১৩ সালে তাদের প্রায় সাড়ে সাত হাজার ভোটের জোরেই বিল ডি ব্লাসিও ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন পেয়েছিলেন বলে ধারণা করা হয়। তাই এই গোষ্ঠীর সমর্থন যেকোনো প্রার্থীর জন্যই গুরুত্বপূর্ণ।
তবে একই সম্প্রদায়ের আরেকটি অংশ জানিয়েছে, তারা সরাসরি কোনো প্রার্থীকে সমর্থন দেবে না, যদিও জোহরান মামদানির বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণা থেকে নিজেদের দূরে রাখবে।
এর আগেও মামদানিকে ইহুদি ভোটারদের মন জয়ের চেষ্টা করতে দেখা গেছে। গত সেপ্টেম্বরে তিনি প্রগতিশীল ইহুদিদের একটি সিনাগগে নববর্ষের অনুষ্ঠানে অংশ নেন। সেসময় তিনি বলেন, “আমি এমন একটি নিউইয়র্ক চাই, যেখানে ধর্ম, ভাষা বা জাতিগত পরিচয় কোনো নাগরিকের উন্নতির পথে বাধা হবে না।”
নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তার এই অন্তর্ভুক্তিমূলক বার্তা এখন আরও বেশি গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
মন্তব্য করুন

