logo
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

সচিবালয় অভিমুখে শিক্ষকদের পদযাত্রা আটকে দিল পুলিশ

অনলাইন ডেস্ক
  ০৩ নভেম্বর ২০২৫, ২০:০৮

স্বীকৃতিপ্রাপ্ত সব ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে সচিবালয় অভিমুখে শিক্ষকদের পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থানরত শিক্ষকরা পদযাত্রা শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়।

শিক্ষকরা পল্টন মোড় ঘুরে প্রেস ক্লাবের পাশের সড়ক দিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের থামিয়ে দেয়। এতে সেখানে শিক্ষক ও পুলিশের মধ্যে মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়।

‘ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদ’-এর ব্যানারে এই আন্দোলন চলছে। পরিষদের সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মুনিমুল হক জানান, “আমরা আপাতত এখানেই অবস্থান করছি। পুলিশ আমাদের অবস্থান কর্মসূচিতে ফিরে যাওয়ার অনুরোধ করেছে। কিছুক্ষণ পর আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।”

রোববার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আবারও লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন ননএমপিও শিক্ষকরা। তারা দীর্ঘদিন ধরে বেতন-ভাতা না পাওয়ায় কঠিন আর্থিক সংকটে রয়েছেন বলে জানান।

অধ্যক্ষ মুনিমুল হক বলেন, “রমজান মাসে আমরা এমপিওভুক্তির দাবিতে ১৭ দিন অবস্থান করেছিলাম। তখন শিক্ষা উপদেষ্টা ও সচিব এমপিওভুক্তির আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। বেতন না পেয়ে আমরা এখন আর্থিকভাবে বিপর্যস্ত, সামাজিকভাবেও হেয় হচ্ছি।”

তিনি আরও বলেন, “সরকারের প্রতি আহ্বান জানাই— অসম এমপিও নীতিমালা বন্ধ করে সব ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হোক। অন্যথায় আমরা আন্দোলনের মধ্য দিয়েই দাবি আদায় করব।”

এর আগে ২৩ ফেব্রুয়ারি থেকে একই দাবিতে শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে ১৭ দিনের লাগাতার কর্মসূচি পালন করেছিলেন। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করেছিলেন। এবার সেই আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় ফের মাঠে নেমেছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12