ট্রাম্পের আগমন ঘিরে দক্ষিণ কোরিয়ায় বিক্ষোভ
দক্ষিণ কোরিয়ার ঐতিহাসিক শহর গিয়ংজুতে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৯ অক্টোবর) তার আগমন ঘিরে শহরে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তবে উষ্ণ অভ্যর্থনার পাশাপাশি ট্রাম্পবিরোধী বিক্ষোভও দেখা গেছে।
শহরের বিভিন্ন এলাকায় কয়েক ডজন মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেন। তাদের হাতে ছিল ব্যানার ও পোস্টার—যেখানে লেখা ছিল ‘নো কিংস’ এবং ‘ট্রাম্প, এশিয়া–প্রশান্ত মহাসাগর অঞ্চলকে একা ছেড়ে দিন’। প্রতিবাদকারীরা মার্কিন প্রেসিডেন্টের ‘স্বৈরাচারী নীতির’ বিরোধিতা জানিয়ে স্লোগান দেন।
একজন নারী বিক্ষোভকারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “ট্রাম্পের শুল্কনীতি এই অঞ্চলের মানুষের জীবনে ধ্বংস ডেকে আনবে। এটি নিপীড়নমূলক ও নিষ্ঠুর।”
ট্রাম্প গিয়ংজুতে অনুষ্ঠিত এপেক সম্মেলনে অংশ নেবেন। এরপর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।
প্রতিবাদকারীরা শহরের প্রধান সড়কে ট্রাম্পের মুখের বড় প্রতিকৃতি টাঙিয়ে লাল কার্ড নাড়িয়ে সতর্কবার্তা দেন। তারা বলেন, “এটাই চূড়ান্ত বার্তা—এশিয়া–প্রশান্ত মহাসাগর অঞ্চলকে একা ছেড়ে দিন।”
মন্তব্য করুন




