ঢাবি শিক্ষকের অশালীন ছবি প্রকাশ: সাংবাদিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরীন আনিম ভূঁইয়া মোনামীর ছবি বিকৃত করে ‘অশালীনভাবে’ প্রকাশের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুর ১টার দিকে তিনি শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে এ মামলা দায়ের করেন।
মামলায় আসামি করা হয়েছে সাংবাদিক মুজতবা খন্দকার, লেখক মহিউদ্দিন মোহাম্মদ, ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন এবং আশফাক হোসাইন ইভানকে।
মামলার এজাহারে বলা হয়, আসামি মুজতবা খন্দকার বাদীর ছবি সম্পাদন করে ফেসবুকে পোস্ট দেন এবং ক্যাপশনে লেখেন— “ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইনি, পোশাকের স্বাধীনতায় পরেছে বিকিনি।”
লেখক মহিউদ্দিন মোহাম্মদ একটি ফটোকার্ড শেয়ার করেন, যেখানে বাদীকে ‘যৌন-কল্পনার রসদ’ হিসেবে বর্ণনা করা হয়। তিনি কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্যও করেন।
এছাড়া ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন এক সংবাদমাধ্যমের ফেসবুক পোস্টে বাদীকে নিয়ে অশালীন মন্তব্য করেন। আরেক আসামি আশফাক হোসাইন ইভান সম্পাদিত অশালীন ছবি নিজের ফেসবুকে পোস্ট করেন।
মোনামী অভিযোগ করেন, এসব পোস্টের কারণে তিনি সামাজিকভাবে হেয় হয়েছেন এবং মানসিকভাবে বিপর্যস্ত। তিনি বলেন, “ক্রমাগতভাবে আমার ছবি বিকৃত করে অশালীনভাবে প্রকাশ ও মন্তব্য করার কারণে আমি গভীরভাবে মানসিক চাপে আছি। আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছি।”
এজাহারে চার আসামির ফেসবুক আইডি ও তাদের পোস্টের স্ক্রিনশট সংযুক্ত করা হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, “ছবি সম্পাদন করে সাইবার বুলিং করার অভিযোগে মোনামী ম্যাডাম মামলা করেছেন। আমরা আইন অনুযায়ী তদন্ত ও ব্যবস্থা নেব।”
মন্তব্য করুন

