logo
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

কাশ্মীরে আবার ফিরল ১৫০ বছরের পুরনো ঐতিহ্য ‘দরবার মুভ’

অনলাইন ডেস্ক
  ০৩ নভেম্বর ২০২৫, ২০:২৫

চার বছর বন্ধ থাকার পর ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে আবারও চালু হয়েছে ১৫০ বছরের পুরনো ঐতিহ্যবাহী ‘দরবার মুভ’ প্রথা। শত শত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি নথি বোঝাই বাসবহর সোমবার (৩ নভেম্বর) শ্রীনগর থেকে জম্মুর উদ্দেশে রওনা দেয়। এর মধ্য দিয়েই শীতকালীন রাজধানী হিসেবে জম্মুতে শুরু হয়েছে সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম।

‘দরবার মুভ’ প্রথা অনুযায়ী, গ্রীষ্মকালীন রাজধানী থাকে শ্রীনগরে আর শীতকালীন রাজধানী হয় জম্মুতে। সোমবার জম্মুতে খুলেছে রাজ্য সরকারের সর্বোচ্চ দপ্তর ‘সিভিল সেক্রেটারিয়েট’। এদিন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

তিনি বলেন, “দরবার মুভ বন্ধ করা ছিল জম্মুর মানুষের প্রতি অবিচার এবং এটি রাজ্যের আঞ্চলিক ভারসাম্য নষ্ট করেছিল। আজ আমি সেই অবিচার দূর করেছি।”

ঐতিহ্যবাহী এই প্রথার সূচনা হয় ১৮৭২ সালে মহারাজা গুলাব সিংয়ের সময়। এর উদ্দেশ্য ছিল— জম্মু ও কাশ্মীরের দুই অঞ্চলের জনগণকে প্রশাসনিক সুবিধায় সমান অংশীদার করা। তবে ২০২১ সালে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ব্যয় সংকোচনের যুক্তিতে এই প্রথা বন্ধ করেছিলেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানায়, দরবার মুভ বন্ধের পর জম্মুর ব্যবসায় বড় ধরনের ক্ষতি হয়। ২০২২ সালে জম্মু চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এ ঐতিহ্য পুনরুদ্ধারের দাবিতে আন্দোলনে নামে। তাদের মতে, ‘দরবার মুভ’ কেবল অর্থনৈতিক কার্যক্রমের প্রাণ নয়, এটি জম্মু ও কাশ্মীরের সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীকও।

সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ভারতের কাশ্মীরে পাহেলগাঁওয়ে অস্ত্রধারী হামলা
কাশ্মীরে ভারত-পাকিস্তান বন্দুকযুদ্ধ
12