logo
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

সুদান সংকটে মুসলিমবিশ্বকে দায়িত্ব নেওয়ার আহ্বান এরদোয়ানের

অনলাইন ডেস্ক
  ০৩ নভেম্বর ২০২৫, ২০:৪০

সুদানে চলমান রক্তপাত ও সংঘাত বন্ধে মুসলিমবিশ্বকে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। সোমবার (৩ নভেম্বর) ইস্তাম্বুলে অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) অর্থনৈতিক সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

এরদোয়ান বলেন, “যার হৃদয়ে সামান্য সহমর্মিতাও আছে, সে এল-ফাশের শহরে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চলমান গণহত্যা মেনে নিতে পারে না। আমরা নীরব থাকতে পারি না।”

তিনি আরও বলেন, “সুদানে দ্রুত রক্তপাত বন্ধ করার দায়িত্ব নিঃসন্দেহে মুসলিম বিশ্বের ওপর বর্তায়। মুসলমান হিসেবে আমাদের উচিত নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করা, অন্যদের কাছে সাহায্য না চাওয়া।”

তুর্কি প্রেসিডেন্ট জানান, এই কঠিন সময়ে সুদানের জনগণের পাশে থাকা এবং মানবিক সহায়তা অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। “আমাদের সুদানের আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা করতে হবে,” যোগ করেন তিনি।

তুরস্ক বর্তমানে ৫৭ সদস্যবিশিষ্ট ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের সভাপতির দায়িত্বে রয়েছে। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার লক্ষ্য মুসলিম বিশ্বের ঐক্য ও স্বার্থ রক্ষা।

২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া সুদানের সংঘাতে দেশটির সেনাবাহিনী ও প্যারামিলিটারি বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে তীব্র লড়াই চলছে। তুরস্ক শুরু থেকেই সেনাবাহিনীকে সমর্থন দিয়ে আসছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, আরএসএফ বাহিনী সম্প্রতি দারফুর অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর এল-ফাশের দখল নিয়েছে। এর ফলে গত এক সপ্তাহে প্রায় ৩৭ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। শহরটিতে এখনো হাজার হাজার মানুষ আটকা পড়ে আছেন, যেখানে ঘটছে গণহত্যা, যৌন সহিংসতা, লুটপাট ও অপহরণের মতো মানবাধিকার লঙ্ঘন।

জাতিসংঘ আরও জানায়, চলমান সংঘাতে ইতোমধ্যেই হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় এক কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন— যা বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বাস্তুচ্যুতি ও ক্ষুধা সংকটে পরিণত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12