ঐকমত্য কমিশন রাজনৈতিক দলের সঙ্গে কোনো প্রতারণা করেনি: বদিউল আলম
জাতীয় ঐকমত্য কমিশন জনগণের সঙ্গে বা রাজনৈতিক দলের সঙ্গে কোনো ধরনের প্রতারণা করেনি বলে মন্তব্য করেছেন কমিশনের সদস্য ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে হাইকোর্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি জুলাই সনদকে ঘিরে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল কমিশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলে। তাদের দাবি, ঐকমত্য কমিশন জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে। এই প্রেক্ষিতেই ড. বদিউল আলম মজুমদার বলেন, “ঐকমত্য কমিশন জনগণের সঙ্গে বা রাজনৈতিক দলের সঙ্গে কোনো প্রতারণা করেনি, একদিন সত্য বের হয়ে আসবে।”
তিনি আরও বলেন, “টেকসই গণতন্ত্রের জন্য এখন তত্ত্বাবধায়ক সরকার অপরিহার্য হয়ে পড়েছে। এই ইস্যুটি আদালতে নিষ্পত্তি হওয়া প্রয়োজন।”
এ সময় তিনি জানান, আসন্ন নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হওয়া উচিত, যাতে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় থাকে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষিত থাকে।
মন্তব্য করুন





