logo
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৭

অনলাইন ডেস্ক
  ০৩ নভেম্বর ২০২৫, ২০:৪৭

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ১৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃতদের মধ্যে দুইজন পুরুষ ও তিনজন নারী। নতুন আক্রান্তদের মধ্যে ৭১৮ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, বাকিরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৮৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৫৩ জন পুরুষ ও ১৩৫ জন নারী।

এছাড়া এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ৮২২ জনে। তাদের মধ্যে ৪৫ হাজার ২৬০ জন পুরুষ ও ২৭ হাজার ৫৬২ জন নারী।

বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমি পরিবর্তনের এই সময়ে মশাবাহিত রোগের ঝুঁকি এখনও রয়ে গেছে। তাই মশার প্রজননস্থল ধ্বংস, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা ও সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12