logo
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

৩ নভেম্বরের মধ্যে ট্রফি না পেলে আইসিসিতে যাবে ভারত: পিসিবি চেয়ারম্যানকে সতর্কতা

অনলাইন ডেস্ক
  ০৩ নভেম্বর ২০২৫, ২০:৫৭

এশিয়া কাপের ফাইনাল শেষ হয়েছে এক মাসেরও বেশি সময় আগে। দুবাইয়ে অনুষ্ঠিত সেই ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তবে এখনো পর্যন্ত ভারতীয় ক্রিকেট দল তাদের প্রাপ্য ট্রফি বুঝে পায়নি— যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিসিসিআই-এর সচিব দেবজিত সাইকিয়া জানিয়েছেন, ট্রফি হস্তান্তর না হওয়ায় বোর্ড গভীর উদ্বেগে রয়েছে। তিনি বলেন, “দশ দিন আগে আমরা এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর চেয়ারম্যানকে চিঠি পাঠিয়েছি, কিন্তু এখনো কোনো সাড়া পাইনি।”

উল্লেখ্য, এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি একইসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানও। ফাইনাল শেষে ভারতীয় দল পাকিস্তানি কর্মকর্তাদের উপস্থিতিতে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। এটি ছিল পাহালগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানি প্রতিনিধিদের সঙ্গে সম্পর্ক না রাখার ভারতের সিদ্ধান্তের অংশ।

ফাইনাল শেষে ট্রফি প্রদানের অনুষ্ঠান এক ঘণ্টারও বেশি সময় বিলম্বিত হয় এবং পরে কোনো ব্যাখ্যা ছাড়াই ট্রফিটি মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়। ফলে ইতিহাসে প্রথমবারের মতো ভারতীয় দল ট্রফি ছাড়াই জয় উদযাপন করে।

সাইকিয়া জানিয়েছেন, বিসিসিআই আরও একদিন অপেক্ষা করবে। “যদি ৩ নভেম্বরের মধ্যে ট্রফি না পাই, তবে আমরা আইসিসির কাছে বিষয়টি উত্থাপন করব। আমরা বিশ্বাস করি, আইসিসি ন্যায়বিচার করবে এবং ভারতের হাতে দ্রুত ট্রফিটি পৌঁছে দেবে,” বলেন তিনি।

তিনি আরও যোগ করেন, “আমরা পাকিস্তানের বিরুদ্ধে মাঠে জিতেছি এবং ট্রফিও জিতেছি—সবকিছু রেকর্ডে আছে, শুধু ট্রফিটাই অনুপস্থিত। আশা করি, শেষ পর্যন্ত বিবেক জাগ্রত হবে।”

এর আগে সাইকিয়া দেশবাসীকে আশ্বস্ত করে বলেছিলেন, “বিসিসিআই পুরোপুরি প্রস্তুত। ট্রফি অবশ্যই ভারতে আসবে— হয়তো দেরিতে, কিন্তু আসবেই।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12