logo
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

বিমানবন্দরের ভল্টের তালা ভেঙে র‍্যাবের জন্য আনা চার রিভলভার চুরি

অনলাইন ডেস্ক
  ০৩ নভেম্বর ২০২৫, ২০:১০

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হাউসের স্ট্রং ভল্টের তালা ভেঙে চারটি রিভলভার চুরির অভিযোগ উঠেছে। এসব অস্ত্র র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর ব্যবহারের জন্য আমদানি করা হয়েছিল বলে জানা গেছে।

বিমানবন্দর কার্গো সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৮ অক্টোবর এই চুরির ঘটনা ঘটে। সেদিনই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডিটি করেন বিমানের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মো. জামাল হোসেন। তবে ঘটনাটি প্রকাশ্যে আসে ২ নভেম্বর।

জিডিতে উল্লেখ করা হয়, ২৪ অক্টোবর বিকেল ৩টা ২০ মিনিটে কাস্টমস, এনএসআই, বিমান নিরাপত্তা ও বিমান কর্মকর্তাদের উপস্থিতিতে ভল্টের ইনভেন্টরি সম্পন্ন করা হয়। ইনভেন্টরির পর ভল্টে তালা ও সিলগালা করা হয়। ২৭ অক্টোবর রাতেও ভল্টে তালা ঠিকঠাক ছিল। কিন্তু ২৮ অক্টোবর সকালে দেখা যায়, তালা ভাঙা এবং চারটি রিভলভার নেই।

তদন্তে জানা গেছে, ভল্টে আগে ১৮টি ইনট্যাক রিভলভার ও ৩টি ক্ষতিগ্রস্ত রিভলভার ছিল। কিন্তু এখন ১৪টি ইনট্যাক রিভলভার পাওয়া গেছে—অর্থাৎ চারটি চুরি হয়েছে।

ঘটনার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। বিমানবন্দর থানার এসআই এসএম মাইনুল ইসলাম জানান, সিসি ক্যামেরার ফুটেজ নষ্ট থাকায় তেমন তথ্য মেলেনি। তবে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ চলছে।

বিমানবন্দরের কর্মকর্তারা বলেন, স্ট্রং ভল্টে সাধারণত স্বর্ণ, হীরা, অস্ত্র ও গুরুত্বপূর্ণ নথি রাখা হয়। সেখানে প্রবেশ ও পণ্য উত্তোলনের জন্য একাধিক স্বাক্ষর প্রয়োজন হয়। সম্প্রতি বিমানবন্দরের কার্গো হাউসে অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা জোরদার করা হলেও এই চুরি ঘটে। তারা মনে করেন, এটি সুপরিকল্পিতভাবে সংঘটিত একটি ঘটনা।

বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার বলেন, “কার্গো হাউসের রক্ষণাবেক্ষণের দায়িত্ব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। আমরা গেটের দায়িত্বে আছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিএম (কার্গো) নাজমুল হুদা বলেন, “আমি তখন উপস্থিত ছিলাম না। বিষয়টি নিয়ে মন্তব্য করার মতো অবস্থায় নেই।”

এই ঘটনায় বিমানবন্দরজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিরাপত্তা ঘাটতি ও ভল্ট ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট মহলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12