logo
  • শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

৩৩ বছর পর আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ ট্রাম্পের

অনলাইন ডেস্ক
  ৩১ অক্টোবর ২০২৫, ১৫:০৩

৩৩ বছর পর যুক্তরাষ্ট্রে আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

ট্রাম্প লিখেছেন, “অন্য দেশগুলো যখন পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে, তখন আমি প্রতিরক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছি আমাদেরও সমানভাবে পরীক্ষা শুরু করতে।”
তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রভাণ্ডার বর্তমানে বিশ্বের সবচেয়ে বড়, যেখানে রাশিয়া দ্বিতীয় এবং চীন অনেক পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

যুক্তরাষ্ট্র সর্বশেষ পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায় ১৯৯২ সালের ২৩ সেপ্টেম্বর। ‘ডিভাইডার’ নামের সেই প্রকল্পটি ছিল নেভাদার ভূগর্ভস্থ স্থাপনায় দেশের ১,০৫৪তম পারমাণবিক পরীক্ষা।
তখনকার প্রেসিডেন্ট জর্জ এইচ. ডব্লিউ. বুশ শীতল যুদ্ধের অবসান ঘটার পর এই পরীক্ষায় স্থগিতাদেশ দেন।

ট্রাম্প তার পোস্টে দাবি করেন, প্রথম মেয়াদেই তিনি যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রভাণ্ডার “হালনাগাদ ও আধুনিকায়ন” করেছেন। যদিও তিনি স্বীকার করেছেন, এসব অস্ত্রের “অপরিসীম ধ্বংসক্ষমতা” রয়েছে, তবু “বিকল্প না থাকায়” পরীক্ষা পুনরায় শুরু করতে হচ্ছে।

রাশিয়া সম্প্রতি পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। সেই ঘটনাকে ট্রাম্প প্রকাশ্যে নিন্দা করলেও অল্প সময়ের মধ্যেই নিজ দেশে পরীক্ষার ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, চীনও আগামী পাঁচ বছরের মধ্যে পারমাণবিক সক্ষমতায় যুক্তরাষ্ট্রের সমকক্ষ হয়ে উঠতে পারে, তাই এখনই ব্যবস্থা নেওয়া জরুরি।

যদিও ট্রাম্প কবে এবং কীভাবে পরীক্ষা শুরু হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি, তবে লিখেছেন, “প্রক্রিয়াটি অবিলম্বে শুরু হবে।”
বর্তমানে নেভাদা টেস্ট সাইট এখনো যুক্তরাষ্ট্র সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। ন্যাশনাল মিউজিয়াম অব নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড হিস্ট্রি জানিয়েছে, প্রয়োজন মনে হলে আবারও সেই স্থানেই পারমাণবিক পরীক্ষা চালানো সম্ভব।

সারসংক্ষেপে, ট্রাম্পের এই ঘোষণা যুক্তরাষ্ট্রের দীর্ঘ ৩৩ বছরের পারমাণবিক পরীক্ষা নিষেধাজ্ঞার সমাপ্তি ঘটাতে পারে। বিশ্লেষকদের মতে, রাশিয়া ও চীনের সামরিক পদক্ষেপের প্রতিক্রিয়াতেই ওয়াশিংটনের এই নতুন অবস্থান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ট্রাম্পের পর কানাডা ও জাপানের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন শি জিনপিং
আবারও ভারত–পাকিস্তান যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি ট্রাম্পের
ট্রাম্পের আগমন ঘিরে দক্ষিণ কোরিয়ায় বিক্ষোভ
 আফগানিস্তান-পাকিস্তান আলোচনায় অচলাবস্থা, বাড়ছে সংঘাতের আশঙ্কা
12