logo
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

মেট্রো স্টেশনের খালি জায়গা ভাড়া দিয়ে বছরে ১০ কোটি টাকার আয় করবে ডিএমটিসিএল

অনলাইন ডেস্ক
  ০৩ নভেম্বর ২০২৫, ২০:০৫

ঢাকা মেট্রোরেল স্টেশনগুলোর খালি জায়গা দোকান ও এটিএম মেশিনের জন্য ভাড়া দেওয়া হবে। এ উদ্যোগ থেকে বছরে প্রায় ১০ কোটি টাকা আয় হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক আহমেদ।

সোমবার (৩ নভেম্বর) উত্তরায় ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, স্টেশনগুলোতে থাকা খালি জায়গা ভাড়া দেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। এসব দোকান থেকেই বছরে ১০ কোটি টাকার মতো আয় হবে। তবে কারওয়ান বাজার ও ফার্মগেট স্টেশনের খালি জায়গা ভাড়া দেওয়ার কাজ এখনো চূড়ান্ত হয়নি।

ফারুক আহমেদ জানান, ইতোমধ্যে ১৬টি ব্যাংক মেট্রো স্টেশনগুলোতে এটিএম মেশিন বসিয়েছে। কিছু ব্যাংক টিকেট দেওয়ার মেশিন স্থাপনের কাজও করছে। ডাচ-বাংলা ব্যাংক সব স্টেশনে টিকেট মেশিন বসিয়েছে বলেও জানান তিনি।

এ সময় তিনি আরও বলেন, মেট্রোট্রেনের চলাচলের সময় দেড় ঘণ্টা বাড়ানো হয়েছে। এখন পিক আওয়ারে ৬ মিনিট পরপর ট্রেন চলাচল করছে, যা আগে ৮ মিনিট ছিল। ডিসেম্বর থেকে ৫ মিনিট অন্তর ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12