logo
  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

পাকিস্তানের টি–টোয়েন্টি দলে ফিরলেন বাবর

অনলাইন ডেস্ক
  ২৩ অক্টোবর ২০২৫, ১১:৫৫
ছবি: সংগৃহীত

অবশেষে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরলেন সাবেক অধিনায়ক বাবর আজম। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশ নিতে ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন তিনি।

টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বেশি রান (৪২২৩) বাবরের দখলে। প্রায় ৪০ গড়ে রান করার পাশাপাশি রয়েছে ৩৬টি ফিফটি ও ৩টি সেঞ্চুরি। তবে তাঁর স্ট্রাইক রেট নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা ছিল। অনেকের মতে, তিনি দল নয়, বরং নিজের পরিসংখ্যানের জন্য খেলেন—এমন অভিযোগেই একসময় দল থেকে বাদ পড়তে হয় তাঁকে। গত বছরের ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকেই টি-টোয়েন্টি দলে ছিলেন না বাবর।

তবে এশিয়া কাপে পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতার পর থেকেই তাঁর দলে ফেরার গুঞ্জন শুরু হয়, যা শেষ পর্যন্ত সত্যি হলো।

দলে ফিরেছেন পেসার নাসিম শাহও, যিনি এশিয়া কাপের দলে ছিলেন না। সমালোচনার মুখে থাকলেও পাকিস্তানের নেতৃত্বে থাকছেন সালমান আলী আগা

১৫ সদস্যের এই দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন অফ স্পিনার উসমান তারিক, যিনি সর্বশেষ সিপিএলে ২০ উইকেট নিয়েছিলেন। রিজার্ভ হিসেবে থাকছেন ফখর জামান, হারিস রউফসুফিয়ান মুকিম। অন্যদিকে, এশিয়া কাপে খেলা মোহাম্মদ হারিস এবার বাদ পড়েছেন।

পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৮ অক্টোবর, শেষ হবে ১ নভেম্বর। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিলাহোরে। এরপর ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত এই দুই ভেন্যুতেই হবে ত্রিদেশীয় সিরিজ।

পাকিস্তানের টি–টোয়েন্টি দল:
সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আবদুল সামাদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান নেওয়াজ, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান (উইকেটকিপার), উসমান তারিক।
রিজার্ভ: ফখর জামান, হারিস রউফ, সুফিয়ান মুকিম।

এ সফরে টেস্ট ও টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডে সিরিজও খেলবে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের সেই সিরিজ এবং পরবর্তী শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তান ঘোষণা করেছে ১৬ সদস্যের দল। এই দলে জায়গা পেয়েছেন অধিনায়কত্ব হারানো মোহাম্মদ রিজওয়ান, পাশাপাশি ফিরেছেন ফয়সাল আকরাম, হারিস রউফহাসিবউল্লাহ। ওয়ানডে সিরিজ দুটি অনুষ্ঠিত হবে ১১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত, ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12