logo
  • রোববার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

পাকিস্তান জানিয়েছে, আফগানিস্তানের সঙ্গে সীমান্ত পাড়ি ও বাণিজ্য কার্যক্রম স্থগিত থাকবে।

অনলাইন ডেস্ক
  ২৫ অক্টোবর ২০২৫, ১২:৩৬
ছবি :সংগৃহীত

পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে সব সীমান্ত ক্রসিং এবং বাণিজ্য অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। গতকাল এক সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসাইন আন্দারবি।

তিনি বলেন, “আফগান সীমান্ত ক্রসিং এবং বাণিজ্য আপাতত বন্ধ থাকবে। নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন শেষ না হওয়া এবং নতুন নির্দেশনা না আসা পর্যন্ত সীমান্ত ও বাণিজ্য কার্যক্রম পুনরায় চালু হবে না। পাকিস্তানের নাগরিকদের জীবন যে কোনো বাণিজ্যের চেয়ে বেশি মূল্যবান।”

ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার পাকিস্তানের তালেবানপন্থি নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) সহায়তা করছে। তবে কাবুল সরকার সবসময়ই এই অভিযোগ অস্বীকার করেছে।

গত ৯ অক্টোবর আফগান বিমানবাহিনী কাবুলে হামলা চালিয়ে টিটিপির প্রধান নূর ওয়ালি মেহসুদ, দ্বিতীয় নেতা ক্বারি সাইফুল্লাহ মেহসুদসহ গোষ্ঠীটির কয়েকজন শীর্ষ সদস্যকে হত্যা করে। এর জবাবে ১১ অক্টোবর আফগান সেনারা পাকিস্তানি সীমান্তচৌকিতে হামলা চালায়, যাকে তারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষার পদক্ষেপ হিসেবে দাবি করে। উভয় পক্ষই ভারী অস্ত্র, ট্যাংক, ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে সংঘাতে জড়িয়ে পড়ে।

চার দিনব্যাপী এই সংঘর্ষে আফগান বাহিনীর ২০০-রও বেশি ও পাকিস্তানি সেনার ২৩ জন নিহত হয়। পরে ১৫ অক্টোবর দুই দেশ ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করে, যা পরবর্তীতে ১৭ অক্টোবর কাতারের দোহায় অনুষ্ঠিত সংলাপে মেয়াদ বাড়ানো হয়।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে আফগানিস্তানের সঙ্গে কয়েকটি সীমান্ত ক্রসিং রয়েছে, যার মধ্যে তোরখাম সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। স্বাভাবিক সময়ে প্রতিদিন এই সীমান্ত দিয়ে ফল, সবজি, খনিজ, ওষুধ, গম, চাল, চিনি, মাংস, দুধ ও দুগ্ধজাত পণ্যবাহী শত শত ট্রাক চলাচল করে। দুই দেশের বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ২৩০ কোটি ডলার।

জিও নিউজ জানিয়েছে, বর্তমানে তোরখাম সীমান্তের দুই পাশে ৫ হাজারেরও বেশি ট্রাক আটকে আছে, চালকেরা অপেক্ষায় আছেন সীমান্ত খোলার। সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় দুই দেশেই পণ্যের দাম দ্রুত বেড়ে যাচ্ছে— পাকিস্তানে টমেটোর দাম কয়েক দিনের মধ্যেই পাঁচগুণে পৌঁছেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
সীমান্ত সন্ত্রাস ও যুদ্ধবিরতি নিয়ে দ্বিতীয় দফায় আলোচনায় পাকিস্তান-আফগানিস্তান
আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর অভিযান, এক বিলিয়ন ডলারের মাদক জব্দ
পাকিস্তানের টি–টোয়েন্টি দলে ফিরলেন বাবর
ইনিংস ব্যবধানে আফগানিস্তানকে হারালো জিম্বাবুয়ে
12