logo
  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর অভিযান, এক বিলিয়ন ডলারের মাদক জব্দ

অনলাইন ডেস্ক
  ২৩ অক্টোবর ২০২৫, ১৫:৫০

আরব সাগরে অভিযান চালিয়ে প্রায় এক বিলিয়ন (১০০ কোটি) ডলার মূল্যের মাদকদ্রব্য জব্দ করেছে পাকিস্তান নৌবাহিনী। সৌদি নেতৃত্বাধীন কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেস (সিএমএফ) এর অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।

বুধবার (২২ অক্টোবর) সিএমএফ এক বিবৃতিতে জানায়, গত সপ্তাহে পাকিস্তানি নৌবাহিনী ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে দুটি পৃথক অভিযান চালায়। এতে দুটি নৌযান আটক করা হয় এবং মোট ৯৭২ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের মাদক জব্দ করা হয়।

প্রথম অভিযানটি চালানো হয় ১৮ অক্টোবর। তখন প্রথম নৌকায় অভিযান চালিয়ে দুই টনেরও বেশি ক্রিস্টাল মেথামফেটামিন (আইস) উদ্ধার করা হয়। ৪৮ ঘণ্টারও কম সময় পর দ্বিতীয় অভিযানে উদ্ধার করা হয় ৩৫০ কেজি আইস (মূল্য ১৪ কোটি ডলার) এবং ৫০ কেজি কোকেন (মূল্য ১০ কোটি ডলার)।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, জাহাজগুলো কোথা থেকে এসেছে তা প্রকাশ করা হয়নি। তবে সৌদি নেতৃত্বাধীন সম্মিলিত টাস্ক ফোর্স ১৫০-এর সরাসরি সহায়তায় অভিযানটি পরিচালিত হয়।

সিএমএফ টাস্ক ফোর্সের কমান্ডার, সৌদি নৌবাহিনীর কমোডর ফাহাদ আলজোয়াদ বলেন, “এটি সিএমএফের ইতিহাসে অন্যতম সফল মাদক জব্দ অভিযান।”

বিবৃতিতে আরও বলা হয়, সিএমএফ হলো ৪৭টি দেশের যৌথ নৌ জোট, যার দায়িত্ব ৩২ লাখ বর্গমাইলেরও বেশি জলসীমা রক্ষা করা। এর মধ্যে বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ শিপিং রুটও রয়েছে, যেখানে নিয়মিতভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান চালানো হয়।

একটি পৃথক বিবৃতিতে পাকিস্তান নৌবাহিনী জানায়, এই সাফল্য আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা, বৈশ্বিক শান্তি এবং সমুদ্রপথে অবৈধ পাচার রোধে তাদের অটল প্রতিশ্রুতির প্রতিফলন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
পাকিস্তানের টি–টোয়েন্টি দলে ফিরলেন বাবর
পাকিস্তানে আফগান শরণার্থীদের অনিশ্চয়তা: “নিজ দেশে অবৈধ”
কি কারনে পাকিস্তান ধর্মীয় দল টিএলপির বিরুদ্ধে নতুন দমন অভিযান পরিচালনা করছে
দোহা বৈঠকের পর আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির সিদ্ধান্ত
12