logo
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

কাবুলে বিস্ফোরণ, ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে তৎপর তালেবান

আন্তর্জাতিক ডেস্ক

  ১০ অক্টোবর ২০২৫, ১৬:৫৭
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে পরপর কয়েকটি বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে। স্থানীয় গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার রাতের দিকে এই ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পরিষ্কার নয়।

তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ ঘটনাটি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “কাবুল শহরে একটি বিস্ফোরণ শোনা গেছে। তবে চিন্তার কিছু নেই। ঘটনাটি তদন্তাধীন, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”

ঘটনাটি ঘটেছে এমন এক সময়ে, যখন পাকিস্তানের সঙ্গে তালেবান সরকারের সম্পর্ক ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তান পাকিস্তানবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে। বিশেষ করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামের সংগঠনকে নিরাপদ আশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছে তারা।

বর্তমানে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কি ভারতে ছয় দিনের সফরে রয়েছেন। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর এটিই তাঁর প্রথম ভারত সফর।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, পাকিস্তানই এই হামলা চালিয়েছে। দাবি করা হচ্ছে, টিটিপি নেতা নূর ওয়ালি মেহসুদের মতো জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।

তবে তালেবান সরকার এ বিষয়ে কোনো অভিযোগ করেনি। পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তারা বিষয়টি নিয়ে নিশ্চিত নন। এক কর্মকর্তা আল জাজিরাকে বলেন, “কাবুলে বিস্ফোরণের বিষয়ে আমরা গণমাধ্যমের খবর দেখেছি এবং আফগান কর্মকর্তাদের বক্তব্য শুনেছি। তবে এখনো বিস্তারিত কিছু জানি না।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
দিল্লি টেস্ট জিতে উইন্ডিজকে ধবলধোলাই ভারতের
পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াজির মোহাম্মদ আর নেই
ট্রাম্পকে ফের নোবেল প্রাইজে মনোনয়ন দিতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ
ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ বলায় কেন মুসলমানদের বিচার করা হচ্ছে?
12