অস্ত্রোপচার বিতর্কে মুখ খুললেন জাহ্নবী কাপুর
সম্প্রতি একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে, যা দেখে অনেকেই অবাক। সেখানে দাবি করা হয়েছে, একদল স্বঘোষিত চিকিৎসক বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের মুখে ‘বাফেলো প্লাস্টি’ নামের অস্ত্রোপচার করেছেন। এই ভিডিও দেখেই অনেকের মনে প্রশ্ন উঠেছে—জাহ্নবী কি সত্যিই নিজের শারীরিক গঠন ধরে রাখতে অস্ত্রোপচার করিয়েছেন? শুধু সাধারণ দর্শকই নয়, বলিউডের ভেতরেও এই নিয়ে চলছে নানা আলোচনা।
সম্প্রতি অনলাইনভিত্তিক অনুষ্ঠান ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’-এ হাজির হয়েছিলেন জাহ্নবী কাপুর। সেখানে উপস্থাপক কাজল ও টুইঙ্কেল খান্নার সোজাসাপটা প্রশ্নের জবাবও খোলাখুলি দিয়েছেন তিনি।
জাহ্নবী বলেছেন, “আমি যেকোনো কাজ করি অনেক ভেবেচিন্তে। সবসময় চেষ্টা করি পরিমিতিবোধ বজায় রাখতে। আমার মা শ্রীদেবী আজ আর নেই, কিন্তু আমি এখনও তাঁর শেখানো পথেই হাঁটছি। বলা যায়, এখনো তিনিই আমার প্রেরণা। তাই যেসব ভিডিও দেখে অনেকে মনে করছেন আমি অস্ত্রোপচার করেছি, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো অল্পবয়সী মেয়ে যদি এসব দেখে বিশ্বাস করে এবং তা অনুসরণ করতে চায়, তাহলে সেটা তার জন্য একদমই ভালো কিছু হবে না।”
তবে তিনি এটাও স্বীকার করেছেন, নিজের চেহারা বা শারীরিক গঠনে সামান্য পরিবর্তন আনার চেষ্টা করেছেন—তবে সবই মায়ের পরামর্শ ও সতর্কতার সঙ্গে।
জাহ্নবী আরও বলেন, “বাফেলো প্লাস্টি নিয়ে যে সব তথ্য ছড়ানো হচ্ছে, তা কতটা সত্য, সেটা যাচাই করা জরুরি।” উল্লেখযোগ্য যে, ‘বাফেলো প্লাস্টি’ বা ‘বুলহর্ন লিপ লিফট’ হলো একটি কসমেটিক সার্জারি, যেখানে নাক ও ওপরের ঠোঁটের মধ্যবর্তী দূরত্ব কমিয়ে ঠোঁটকে আরও পূর্ণ ও মোটা দেখানো হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই অংশ লম্বা হয়ে যায় এবং ঠোঁটের লাল অংশ ভেতরের দিকে গড়িয়ে যায়, যা ঠোঁটকে পাতলা করে তোলে। অনেকে এই প্রক্রিয়ার মাধ্যমে তরুণ দেখাতে চান, তবে সব সেলিব্রিটি যে এতে আগ্রহী—তা নয়।
অন্যদিকে, গাল্ফ নিউজ, দ্য সিয়াসত ডেইলি ও ভারতের আরও কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, জাহ্নবী শিগগিরই অভিনয় থেকে কিছুদিনের বিরতি নিতে চলেছেন। বর্তমানে তিনি কেবল রাম চরণের সঙ্গে তাঁর নতুন ছবি পেদ্দি’র শুটিং শেষ করার দিকেই মনোযোগ দিচ্ছেন।
যদিও সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তাঁর সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’, ‘সানি সংস্কারী কি তুলসী কুমারী’, ‘উলাজ’ এবং ‘পরম সুন্দরী’ বক্স অফিসে বড় সাফল্য পায়নি, তবুও জাহ্নবীর জনপ্রিয়তা ও পারিশ্রমিক উভয়ই বেড়েই চলেছে। জানা গেছে, ‘পেদ্দি’ সিনেমার জন্য তিনি পাচ্ছেন প্রায় ৬ কোটি টাকা, আর তেলেগু ভাষার অভিষেক ছবি ‘দেভারা পার্ট ওয়ান’-এর জন্য দাবি করেছেন ৭ কোটি টাকা পারিশ্রমিক।
সব মিলিয়ে স্পষ্ট—বলিউডের প্রথম সুপারস্টার শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর ধীরে ধীরে নিজের জায়গা শক্ত করে নিচ্ছেন, এবং শীর্ষ অভিনেত্রীদের সঙ্গে প্রতিযোগিতায় নামছেন পরিপূর্ণ আত্মবিশ্বাস নিয়ে।
মন্তব্য করুন






