চলে গেলেন বলিউড তারকা মধুমতী

বলিউডের প্রবীণ অভিনেত্রী মধুমতী আর নেই। বুধবার ৮৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন মধুমতী, ঘুমের মধ্যেই তাঁর মৃত্যু হয়।
মধুমতীর আসল নাম ছিল হুটোক্সি রিপোর্টার। অভিনয়জীবনে তিনি ধর্মেন্দ্র, দিলীপ কুমার ও জিতেন্দ্রর মতো তারকাদের সঙ্গে পর্দা ভাগ করেছেন। অভিনয়ের পাশাপাশি নৃত্যশৈলীর জন্যও তাঁর বিশেষ খ্যাতি ছিল, এমনকি বলিউডের কিংবদন্তি নৃত্যশিল্পী হেলেনের সঙ্গেও প্রায়ই তাঁর তুলনা করা হতো। ‘আঁখে’, ‘টাওয়ার হাউস’, ‘শিকারি’ ও *‘মুঝে জিনে দো’*সহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা অর্জন করেন।
অভিনেত্রী ও নৃত্যশিক্ষিকা হিসেবে বলিউডে তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত। তাঁর মৃত্যুতে বিন্দু দারা সিং, অক্ষয় কুমার, চাঙ্কি পান্ডে ও জসবিন্দর নরুলাসহ বহু তারকা শোক প্রকাশ করেছেন। মধুমতীর মৃত্যুর পরদিন বিকেলেই বুওশিওয়ারা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
বিন্দু দারা সিং সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “শিক্ষিকা ও পথপ্রদর্শক মধুমতীজির আত্মার শান্তি কামনা করি। সবার ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে তিনি এক সুন্দর জীবন কাটিয়েছেন। আমরা অনেকে তাঁর কাছ থেকে নাচ শিখেছি।”
১৯৩৮ সালে জন্ম নেওয়া মধুমতী ১৯৫৭ সালে এক মারাঠি ছবিতে নৃত্যশিল্পী হিসেবে চলচ্চিত্রজীবন শুরু করেন। শৈশব থেকেই নাচের প্রতি তাঁর গভীর আগ্রহ ছিল। ভরতনাট্যম, কত্থক, কথাকলি ও মণিপুরীসহ নানা ভারতীয় শাস্ত্রীয় নৃত্যে তিনি প্রশিক্ষণ নিয়েছিলেন, যা পরবর্তীতে বলিউডেও তাঁকে স্বতন্ত্র পরিচিতি দেয়।
মাত্র ১৯ বছর বয়সে তিনি নৃত্যশিল্পী দীপক মনোহরকে বিয়ে করেন। দীপক তখন চার সন্তানের বাবা এবং বয়সে অনেকটাই বড় ছিলেন। প্রথম স্ত্রী অল্প বয়সেই মারা গেলে মধুমতীর সঙ্গে তাঁর পরিণয় সম্পন্ন হয়।
মন্তব্য করুন