‘রাক্ষস’ ছাড়লেন সাবিলা, নতুন নায়িকা খুঁজছেন পরিচালক

শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন সাবিলা নূর। ছবিটি মুক্তির কয়েক মাসের মধ্যেই দর্শকদের প্রশ্ন—কবে আবার বড় পর্দায় দেখা যাবে তাঁকে? এই সময়েই জানা যায়, সাবিলা অভিনয় করতে যাচ্ছেন ‘রাক্ষস’ নামের একটি নতুন ছবিতে, যার পরিচালক ‘বরবাদ’ খ্যাত মেহেদী হাসান।
‘রাক্ষস’ নিয়ে আলোচনা চলাকালেই খবর আসে, সাবিলা আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন—তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। দুটি ছবির শুটিংয়ের সময় প্রায় একই হওয়ায় অনেকে ভেবেছিলেন, তিনি কি একসঙ্গে দুই ছবির কাজ করবেন? তবে শেষ পর্যন্ত জানা যায়, সাবিলা ‘রাক্ষস’ থেকে সরে দাঁড়িয়েছেন।
‘রাক্ষস’-এর শুটিং শুরু হবে এ বছরের ডিসেম্বরে, যেখানে নায়ক হিসেবে থাকছেন সিয়াম আহমেদ। একই মাসে শুরু হবে ‘বনলতা এক্সপ্রেস’-এর শুটিং, যেখানে অভিনয় করবেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ ও সাবিলা নূর। সময়সূচি এক হওয়ার কারণেই সাবিলা, পরিচালক ও প্রযোজকের সঙ্গে আলোচনার পর ‘রাক্ষস’ থেকে নিজেকে সরিয়ে নেন।
সাবিলা বলেন,
“তানিম ভাইয়ের সঙ্গে অনেক আগে থেকেই ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে কথা হচ্ছিল। পরে ‘রাক্ষস’-এর কথাও আসে। কিন্তু দুই ছবির শুটিং একই সময়ে হওয়ায় একটিকে বেছে নিতে হয়েছে। দুই পরিচালকই আমাকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে বলেছেন এবং সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। তবে আমার মনে হয়েছে, একই সময়ে দুটি চরিত্রে মনোযোগ দেওয়া কঠিন হবে। তাই একটি চরিত্রেই পুরো মনোযোগ দিতে চাই।”
অন্যদিকে, ‘রাক্ষস’-এর পরিচালক মেহেদী হাসান জানিয়েছেন, তাঁরা এখন নতুন নায়িকা খুঁজছেন। কয়েকজনের সঙ্গে আলোচনা চলছে, এবং শুটিং শুরুর আগে চূড়ান্ত নামটি প্রকাশ করা হবে।
মন্তব্য করুন