logo
  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

শ্রমিক সুরক্ষায় আইএলওর তিন কনভেনশনে স্বাক্ষর করল অন্তর্বর্তী সরকার

অনলাইন ডেস্ক
  ২২ অক্টোবর ২০২৫, ২২:০২

বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐতিহাসিক পদক্ষেপ নিল অন্তর্বর্তীকালীন সরকার। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তিনটি গুরুত্বপূর্ণ কনভেনশনে বুধবার স্বাক্ষর করেছে সরকার।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন স্বাক্ষর করেন অনুসমর্থন পত্রে। এ সময় আইএলও’র কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনোন, আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত কনভেনশনগুলো হলো—পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক কনভেনশন, ১৯৮১ (নং ১৫৫); কর্মক্ষেত্রে নিরাপত্তার মান উন্নয়নে প্রচারণামূলক কাঠামো কনভেনশন, ২০০৬ (নং ১৮৭); এবং কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি প্রতিরোধ কনভেনশন, ২০১৯ (নং ১৯০)। এর মধ্যে ১৮৭ ও ১৫৫ নম্বর কনভেনশন আইএলওর মৌলিক কনভেনশন হিসেবে স্বীকৃত।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, “রানা প্লাজা ট্র্যাজেডির পর অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে কিছু হয়নি। আমরা বলেছি, আর ‘হচ্ছে-হবে’ নয়—এবার করেই দেখাব।” তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই শ্রম অধিকারের উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছেন তিনি। “আজ আমরা এক দীর্ঘ যাত্রার পর গন্তব্যে পৌঁছেছি। তবে কাজ কেবল শুরু হলো—কাগজে সই করলেই শেষ নয়,” বলেন তিনি।

প্রধান উপদেষ্টা আরও বলেন, “রানা প্লাজার শ্রমিকরা তাঁদের জীবন দিয়ে যে দায়িত্ব আমাদের ওপর দিয়ে গেছে, আজ তার এক ধাপ পূর্ণ হলো। আমি নিজের কাছে ওয়াদা করেছিলাম এটা করবই, আজ তা করতে পেরে আনন্দিত।”

শ্রম উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেন, “আজ অন্তর্বর্তী সরকারের একটি তাৎপর্যপূর্ণ দিন। প্রধান উপদেষ্টার নির্দেশনা আর সবার পরিশ্রমেই এই সাফল্য সম্ভব হয়েছে।”

আইএলও কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনোন বলেন, শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে বাংলাদেশের এই পদক্ষেপ প্রশংসনীয়। তিনি আশ্বাস দেন, কনভেনশন বাস্তবায়ন ও শ্রম আইন সংস্কারে আইএলও সরকারকে পূর্ণ সহায়তা দেবে।

এই তিন কনভেনশন স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে আইএলও’র সব ১০টি মৌলিক কনভেনশন অনুসমর্থনকারী দেশের মর্যাদা অর্জন করেছে। এটি শ্রমিক অধিকার সুরক্ষা ও আন্তর্জাতিক শ্রমমান অনুসরণে বাংলাদেশের অঙ্গীকারের স্পষ্ট প্রতিফলন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12