logo
  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

জামায়াতের অভিযোগ

প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করছে তার ঘনিষ্ঠ কিছু উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  ২২ অক্টোবর ২০২৫, ২৩:২৭
সমকাল

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তার কয়েকজন উপদেষ্টার ভূমিকা নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের অভিযোগ করেছেন, প্রধান উপদেষ্টার কিছু ঘনিষ্ঠ ব্যক্তি তাকে বিভ্রান্ত করছেন এবং রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট আচরণ করছেন।

বুধবার সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। তাহের বলেন, “যারা উপদেষ্টা, তাদের ব্যাপারে বলেছি, সকলের ব্যাপারে নয়। আমরা বলেছি, কিছু কিছু লোক আপনাকে বিভ্রান্ত করে। আপনার প্রতি আমাদের আস্থা আছে, কিন্তু আপনার পাশে কিছু লোক আছে যারা কোনো একটি দলের পক্ষে কাজ করছে বলে আমরা মনে করি।”

তবে বৈঠকে কোনো উপদেষ্টার অপসারণের দাবি তোলেননি বলেও জানান জামায়াতের এই নেতা। তার ভাষায়, “আমরা প্রথম দিন দৃষ্টি আকর্ষণ করছি, অপসারণ চাইনি।”

তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কোনো দাবি না তুললেও জামায়াত জানিয়েছে, এ বিষয়ে এখনো সুপ্রিম কোর্টে শুনানি চলছে। তাহের বলেন, তার দল আদালতের রায়ের অপেক্ষায় আছে। তিনি আশা প্রকাশ করেন, আদালতের রায়ে কোনো ব্যত্যয় না হলে বর্তমান অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করবে।

গণভোট নিয়ে বিএনপির অবস্থানের সমালোচনা করে তাহের বলেন, “শুরুর দিকে বিএনপি গণভোটে রাজি হচ্ছিল না, পরে রাজি হয়েছে। এখন তারা গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে করার দাবি তুলে জটিলতা সৃষ্টি করছে।”

বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়। তাহের জানান, প্রধান উপদেষ্টা একমত হয়েছেন যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে সব পরিশ্রম বৃথা যাবে।

জামায়াতের দাবি, জুলাই সনদকে সাংবিধানিক মর্যাদা দিতে একটি আদেশ (Order) জারি করতে হবে। এ বিষয়ে তাহের বলেন, “অধ্যাদেশ খুব দুর্বল। সাংবিধানিক মর্যাদা দেওয়ার মতো ক্ষমতা অধ্যাদেশে নেই। কিন্তু আদেশের ক্ষমতা সাংবিধানিক পরিবর্তনের সমান।”

তিনি আরও জানান, তাদের এক্সপার্ট কমিটি এবং ঐকমত্য কমিশনের বিশেষজ্ঞরা একই পরামর্শ দিয়েছেন—একটি আদেশের মাধ্যমেই জুলাই সনদকে বৈধতা দিতে হবে এবং সেই আদেশের ভিত্তিতেই গণভোট অনুষ্ঠিত হবে। তাহেরের দাবি, প্রধান উপদেষ্টা এ বিষয়ে তাদের বক্তব্যে রাজি হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12