logo
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

‘লাপাতা লেডিস’ জিতল ১৩টি পুরস্কার, ফিল্মফেয়ারে আলোড়ন সৃষ্টি করল ছবিটি

অনলাইন ডেস্ক
  ১২ অক্টোবর ২০২৫, ১৫:০৩

৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের আসর অনুষ্ঠিত হয় আহমেদাবাদের কাঁকারিয়া লেকের একেএ এরিনায়। শনিবার (১১ অক্টোবর) তারকাখচিত এই অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শাহরুখ খান, করণ জোহর ও মণীশ পল। হাস্যরস, আবেগ ও গ্ল্যামারে ভরপুর সন্ধ্যায় সবার নজর কাড়ে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’। সেরা চলচ্চিত্রসহ মোট ১৩টি বিভাগে পুরস্কার জিতে ছবিটি গড়ে তোলে রেকর্ড।

সেরা অভিনেতা (পুরুষ) পুরস্কার যৌথভাবে পেয়েছেন অভিষেক বচ্চন (আই ওয়ান্ট টু টক) ও কার্তিক আরিয়ান (চন্দু চ্যাম্পিয়ন), আর সেরা অভিনেত্রী হয়েছেন আলিয়া ভাট (জিগরা)। সেরা পরিচালক হয়েছেন কিরণ রাও (লাপাতা লেডিস)।

সহ-অভিনেতা (পুরুষ) বিভাগে পুরস্কার পেয়েছেন রবি কিষাণ, সহ-অভিনেত্রী (মহিলা) ছায়া কদম, আর সেরা ডেবিউ অভিনেত্রী হয়েছেন নিতাংশী গোয়েল। সেরা চিত্রনাট্য ও সংলাপের স্বীকৃতি পেয়েছেন স্নেহা দেসাই। সঙ্গীত বিভাগে রাম সম্পথ ও প্রশান্ত পাণ্ডে জয়ী হয়েছেন সেরা সঙ্গীত অ্যালবাম, ব্যাকগ্রাউন্ড স্কোর ও লিরিক্সের জন্য। সেরা প্লেব্যাক সিঙ্গার (পুরুষ) হয়েছেন অরিজিৎ সিং, আর সেরা পোশাক পরিকল্পনার পুরস্কার পেয়েছেন দর্শন জালান।

ক্রিটিক্স বিভাগে সেরা চলচ্চিত্র ‘আই ওয়ান্ট টু টক’ (পরিচালক সুজিৎ সরকার), সেরা অভিনেতা রাজকুমার রাও (শ্রীকান্ত) এবং সেরা অভিনেত্রী প্রতিভা রান্তা (লাপাতা লেডিস)।

সেরা অ্যাকশন বিভাগে জয়ী হয়েছে ‘কিল’, আর সেরা ডেবিউ পরিচালক হয়েছেন কুণাল খেমু (ম্যাডগাঁও এক্সপ্রেস) ও আদিত্য সুহাস জামভালে (আর্টিকেল ৩৭০)। আজীবন সম্মাননা পেয়েছেন জিনাত আমান ও প্রয়াত শ্যাম বেনেগাল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12