জল্পনা থামছেই না
ফের হাসপাতালে সাইফ

বলিউড অভিনেতা সাইফ আলি খান ফের হাসপাতালে ভর্তি হয়েছেন। গত জানুয়ারিতে নিজ বাড়িতে দুষ্কৃতকারীর হামলায় গুরুতর আহত হওয়ার পর মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সফল অস্ত্রোপচারের পর মাত্র পাঁচ দিনের মাথায় বাসায় ফিরে যান সাইফ।
তবে সেই ঘটনার পর থেকেই বলিপাড়ায় শুরু হয় নানা গুঞ্জন। কেউ বলছেন, এত গুরুতর আঘাত নিয়ে কীভাবে এত দ্রুত সুস্থ হলেন তিনি? আবার কেউ একে ‘সাজানো নাটক’ বলেও দাবি করেছেন।
এর মধ্যেই রোববার (৯ ফেব্রুয়ারি) আবারও তাকে লীলাবতী হাসপাতালে দেখা গেছে, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জানা গেছে, সাইফ সাদা টিশার্ট, ডেনিম প্যান্ট, চোখে সানগ্লাস পরে কড়া নিরাপত্তার মধ্যে হাসপাতালে প্রবেশ করেন। তবে এবার আগের মতো ক্যামেরার সামনে কোনো প্রতিক্রিয়া জানাননি, সরাসরি হাসপাতালে ঢুকে পড়েন।
চিকিৎসকদের মতে, গুরুতর চোট পাওয়ার কারণে সাইফকে নিয়মিত মেডিকেল চেকআপে আসতে হবে। রোববারও তিনি রুটিন চেকআপের জন্য হাসপাতালে এসেছিলেন। ডাক্তাররা তাকে আরও কিছুদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।
গতবার ছয়বার ছুরিকাঘাতের শিকার হয়ে শিরদাঁড়ার কাছে গুরুতর চোট পান সাইফ। সেখানে বিঁধে থাকা ভাঙা ধাতব ফলা সরানোর পর সেরিব্রো-স্পাইনাল তরল বের হয়ে যায়, যা অত্যন্ত জটিল একটি শারীরিক অবস্থা। কিন্তু অল্প সময়ের মধ্যেই তার সুস্থ হয়ে ওঠা ঘিরে প্রশ্ন তুলেছেন অনেকে।
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সাইফকে সম্প্রতি নেটফ্লিক্সের এক অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেছে। এত গুরুতর আহত হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই তার এমন স্বাভাবিক চলাফেরা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
তবে চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত পর্যবেক্ষণের জন্য তাকে মাঝেমধ্যে হাসপাতালে আসতে হতে পারে। তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। এদিকে সাইফের এই দ্রুত সেরে ওঠা, বারবার হাসপাতালে যাওয়া এবং সাংবাদিকদের এড়িয়ে চলার ঘটনা নিয়ে বলিউড মহলে নানা জল্পনা অব্যাহত রয়েছে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন