logo
  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

ঢাকা থেকে নির্বাচন করতে চান নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক
  ০২ নভেম্বর ২০২৫, ২০:১৩

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী ঢাকা থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (২ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

নাহিদ ইসলাম বলেন, “আমি ঢাকায় থেকেই নির্বাচন করব, তবে কোন আসন থেকে করব তা এখনই জানাচ্ছি না।”

তিনি জানান, এনসিপি সারাদেশে ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। “আমরা ৩০০ আসন ধরে এগোচ্ছি। হয়তো এই মাসেই প্রার্থী তালিকা চূড়ান্ত করব। তখনই দেখা যাবে কে কোথা থেকে লড়ছেন,” বলেন নাহিদ ইসলাম।

নির্বাচন বিলম্ব নয়, দ্রুত আয়োজনের পক্ষে মত দিয়ে নাহিদ ইসলাম বলেন, “আমরা নতুন দল হলেও নির্বাচনের জন্য প্রস্তুত। ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হওয়া উচিত—দেশের স্থিতিশীলতার জন্য এটা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “আমরা দল গঠনে খুব বেশি সময় পাইনি, কিন্তু নির্বাচন পেছানোর পক্ষে নই। প্রস্তুতি যতটুকুই থাকুক, আমরা অংশগ্রহণের জন্য প্রস্তুত।”

দীর্ঘমেয়াদি রাজনৈতিক পরিকল্পনার কথা উল্লেখ করে এনসিপি আহ্বায়ক বলেন, “এই নির্বাচনই আমাদের প্রথম বড় চ্যালেঞ্জ, প্রথম পরীক্ষা। আমরা কতটা ভালো করি বা মন্দ করি, সেটা জনগণ বিচার করবে। তবে আমাদের লক্ষ্য শুধু এই নির্বাচন নয়—আমরা দীর্ঘ মেয়াদের রাজনীতি করতে মাঠে নেমেছি।”

নাহিদ ইসলামের এই ঘোষণা আসন্ন জাতীয় নির্বাচনে নতুন রাজনৈতিক দলের অংশগ্রহণ নিয়ে আলোচনাকে আরও জোরদার করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
‘অনৈক্যের জন্য বিএনপি-জামায়াত সমানভাবে দায়ী’ : নাহিদ ইসলাম
‘শাপলা কলি’ প্রতীকেই নির্বাচনে যাবে এনসিপি, ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা
১৭০ আসনে প্রার্থী তালিকা প্রস্তুত, স্বতন্ত্র অবস্থানে নির্বাচন করবে এনসিপি
ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’
12