logo
  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

নেপাল হয়ে কানাডা-ইউরোপে পাঠানোর নামে প্রতারণা, বিদেশগামীদের সতর্ক থাকার আহ্বান

অনলাইন ডেস্ক
  ০২ নভেম্বর ২০২৫, ২০:৩৯

নেপাল হয়ে কানাডা, ইউরোপ বা অন্যান্য দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে একটি আন্তর্জাতিক মানবপাচার চক্র বাংলাদেশি তরুণদের ফাঁদে ফেলছে। প্রবাসে পাঠানোর কথা বলে নেপালে নিয়ে গিয়ে জিম্মি করে নির্যাতন ও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে এই চক্রের বিরুদ্ধে।

রোববার (২ নভেম্বর) ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি এমন এক চক্রের কবল থেকে তিনজন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানটি পরিচালনা করে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম।

ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, সিলেটের এক ব্যক্তি তাঁদের কাছে খবর দেন— তাঁর ভাইসহ তিনজনকে কানাডায় পাঠানোর কথা বলে নেপালে নিয়ে যাওয়া হয়েছিল। শর্ত ছিল, কানাডায় পৌঁছানোর পরই সব খরচ পরিশোধ করতে হবে। ১৩ অক্টোবর তিনজনকে নেপালে নেওয়া হয়, যেখানে পৌঁছে তাদের পাসপোর্ট ও ফোন কেড়ে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে পাচারকারীরা।

পরবর্তীতে চক্রের সদস্যরা ভুয়া কানাডার ভিসা ও টিকিটের ছবি পাঠিয়ে পরিবারকে বিভ্রান্ত করে এবং টাকা দাবি করে। প্রথমে পাঁচ লাখ টাকা দেওয়ার পর আরও ১২ লাখ টাকার দাবি করা হয়। পরিবারগুলো সন্দেহ প্রকাশ করলে জিম্মিদের ভিডিও কলের মাধ্যমে বলতে বাধ্য করা হয় যে তারা কানাডায় পৌঁছে গেছে।

পরিবারগুলোর একজন সত্যতা যাচাই করতে গেলে স্থানীয় দালালের কাছে বিষয়টি স্পষ্ট হয় এবং পরে ব্র্যাকের সহায়তায় সিআইডি ও নেপালের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। ২৬ অক্টোবর সিলেটে মানবপাচার প্রতিরোধ আইনে মামলা করা হয় এবং অভিযানে স্থানীয় এক দালালকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের খবর পৌঁছালে নেপালের পাচারকারীরা আতঙ্কে পড়ে ৩১ অক্টোবর রাতে কাঠমান্ডু বিমানবন্দরের পাশে তিনজন জিম্মিকে ছেড়ে দেয়। পরে তারা দেশে ফিরে আসে এবং ব্র্যাকের ইমার্জেন্সি রেসপন্স টিম তাঁদের সহায়তা করে।

ব্র্যাক জানায়, নেপাল হয়ে শুধু কানাডা নয়— ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ায় পাঠানোর নামেও একইভাবে প্রতারণা চলছে। কারণ, নেপালে যেতে বাংলাদেশিদের ভিসা লাগে না এবং অন-অ্যারাইভাল ভিসা পাওয়া যায়, যা পাচারকারীরা কাজে লাগাচ্ছে।

সংস্থাটি বিদেশগামীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, “কানাডায় পৌঁছানোর পর টাকা পরিশোধ করা যাবে”— এমন প্রলোভনে কেউ যেন না পড়েন। কোনো সন্দেহজনক ঘটনার ক্ষেত্রে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ব্র্যাক জানিয়েছে, আন্তর্জাতিক ও সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে তারা বিদেশে বিপদে পড়া বাংলাদেশিদের উদ্ধার ও পুনর্বাসনে কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12