পারমাণবিক স্থাপনা পুনর্গঠনের ঘোষণা ইরানের প্রেসিডেন্টের
ইরান আবারও তাদের পারমাণবিক স্থাপনা পুনর্গঠন করবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে তিনি জোর দিয়ে বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরিতে আগ্রহী নয়।
রবিবার (২ নভেম্বর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “কিছু ভবন ধ্বংস হয়ে গেছে, তাতে কিছু যায় আসে না। আমরা সেগুলো আরও শক্তিশালীভাবে আবারও গড়ে তুলব।” এ সময় তিনি ইরানের পারমাণবিক শক্তি সংস্থা পরিদর্শন করেন এবং খাতটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেন।
গত জুনে যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায়। তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ক্ষতিগ্রস্ত স্থাপনা পুনর্গঠনের চেষ্টা করলে নতুন করে হামলার নির্দেশ দেওয়া হবে।
হোয়াইট হাউজ দাবি করেছিল, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি চালাচ্ছে। তবে তেহরান তা অস্বীকার করে জানায়, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক কাজে ব্যবহারের জন্য।
পেজেশকিয়ান বলেন, “আমরা মানুষের কল্যাণের জন্য পারমাণবিক কার্যক্রম চালাচ্ছি। রোগবালাই নিরাময় ও জনস্বাস্থ্যের উন্নয়নের লক্ষ্যে এসব কাজ পরিচালিত হচ্ছে।”
ইরানের এই ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে, যদিও দেশটি এখনও দাবি করছে—তাদের উদ্দেশ্য কেবল শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা।
মন্তব্য করুন

