logo
  • শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

১৭০ আসনে প্রার্থী তালিকা প্রস্তুত, স্বতন্ত্র অবস্থানে নির্বাচন করবে এনসিপি

অনলাইন ডেস্ক
  ৩১ অক্টোবর ২০২৫, ১৬:১৩

তরুণ নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৭০টি আসনে প্রার্থীর খসড়া তালিকা প্রস্তুত করেছে। ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে ধরে নিয়ে দলটি এখন জোর প্রস্তুতি চালাচ্ছে।

এনসিপিকে নিজেদের জোটে টানতে চায় বিএনপি ও জামায়াত—দুই দলই দলটির শীর্ষ নেতা নাহিদ ইসলামদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। তবে সাম্প্রতিক সময়ে জামায়াতের সঙ্গে সম্পর্ক শিথিল হয়েছে। এনসিপির অনেক নেতা জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছেন।

দলীয় সূত্র জানায়, জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এই তরুণ দল এবার স্বতন্ত্রভাবেই নির্বাচনে অংশ নিতে চায়। তৃণমূল পর্যন্ত এ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। যদিও আনুষ্ঠানিক জোট না হলেও, অভিন্ন রাজনৈতিক এজেন্ডা ও বোঝাপড়ার ভিত্তিতে প্রার্থী মনোনয়ন দেওয়া হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির এক যুগ্ম আহ্বায়ক বলেন, “বিএনপি চাইছে আমরা যেন জামায়াতের জোটে না যাই। এজন্য অন্তত ২০টি আসনে সমঝোতার প্রস্তাব দিয়েছে তারা। এমনকি সরকার গঠন হলে মন্ত্রিসভায় এনসিপির প্রতিনিধি রাখার কথাও বলেছে।”

তবে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব স্পষ্ট করে জানান, “আমাদের বেশিরভাগ নেতা-কর্মী স্বতন্ত্র অবস্থানে থাকার পক্ষে। আসন সমঝোতার ধারণার সঙ্গেও আমরা একমত নই।”

দলীয় সূত্রে জানা গেছে, খসড়া তালিকায় ঢাকার বিভিন্ন আসনে দলের শীর্ষ নেতাদের নাম রয়েছে। আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-৯ বা ১১ আসনে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব মিরপুর এলাকায়, চিকিৎসক তাসনিম জারা ঢাকা-৩ (কেরানীগঞ্জ) থেকে প্রার্থী হবেন বলে জানা গেছে। এছাড়া সদস্য সচিব আখতার হোসেন রংপুরে, সারজিস আলম পঞ্চগড়ে এবং হাসনাত আবদুল্লাহ কুমিল্লায় প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এনসিপির নেতৃত্বে থাকা অন্যান্য প্রার্থীদের মধ্যে আছেন আকরাম হোসেন, রাসেল আহম্মেদ, ফয়সাল মাহমুদ শান্ত, আসাদুল ইসলাম মুকুল, খান মোরসালিন, সামান্থা শারমিন ও নাহিদা সারোয়ার নিভা।

দলীয় নেতারা জানান, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পরও পুরনো রাজনৈতিক সংস্কৃতি বদলায়নি। বরং “চর দখলের মতো হাট-মাঠ-ঘাট দখল” চলছে। জুলাই অভ্যুত্থানের সময় তরুণরা পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, কিন্তু বাস্তবে তা এখনো অধরা।

এনসিপির কর্মীরা মনে করেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে দলকে আরও দূর যেতে হবে। বিদ্যমান রাজনৈতিক স্টাবলিশমেন্টের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে। ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে জড়িয়ে পড়লে দলের আদর্শ ও অস্তিত্বই হুমকির মুখে পড়বে বলে তারা আশঙ্কা করছেন। তাই যে কোনো মূল্যে এনসিপি স্বতন্ত্র অবস্থান বজায় রেখে সামনে এগিয়ে যাবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’
“বিএনপি-জামায়াত নির্বাচনে বোঝাপড়ায় যাচ্ছে:”- নাসীরুদ্দীন পাটওয়ারী
আগামীর রাজনীতিতে শক্তিশালী ভূমিকা নিতে চায় এনসিপি: সারজিস আলম
একক আধিপত্যের চেষ্টা হিতে বিপরীত হবে: নাহিদ ইসলাম
12