logo
  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

সিলেট সীমান্তে বাংলাদেশে ঢুকে খুঁটি উপড়ে ফেলে বিএসএফ, স্থানীয়দের তীব্র প্রতিবাদ

অনলাইন ডেস্ক
  ০২ নভেম্বর ২০২৫, ২০:০৭

সিলেটের জকিগঞ্জ সীমান্তে বাংলাদেশে ঢুকে কৃষকদের ফসল রক্ষার খুঁটি উপড়ে ফেলেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঘটনাটি ঘটে আজ রোববার (২ নভেম্বর) সকালে মানিকপুর ইউনিয়নের রসুলপুর এলাকায়। স্থানীয়রা এ সময় তীব্র প্রতিবাদ জানালে বিএসএফ সদস্যরা একটি স্পিডবোটে করে এলাকা ছেড়ে যান।

ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, চারজন বিএসএফ সদস্য নদীর তীরে দাঁড়িয়ে আছেন। তাঁদের কাছে কয়েকজন স্থানীয় বাসিন্দা এগিয়ে গিয়ে জানতে চান, কার নির্দেশে তাঁরা বাংলাদেশের ভেতরে ঢুকে কৃষকদের খুঁটি উপড়ে ফেলেছেন। স্থানীয়রা জানান, ঘটনাস্থল বাংলাদেশের সীমানার অংশ, ভারতের নয়। উত্তেজিত অবস্থায় কথা কাটাকাটির একপর্যায়ে বিএসএফ সদস্যদের দ্রুত চলে যেতে দেখা যায়।

মানিকপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুশ শহীদ জানান, সুরমা নদীর এক পাড়ে ভারত, অন্য পাড়ে বাংলাদেশের রসুলপুর গ্রাম। “ফেসবুকে ভিডিওটি দেখেছি। ঘটনাস্থল স্পষ্টতই বাংলাদেশের ভেতরে,” বলেন তিনি।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, “বিএসএফ সদস্যরা ভুলবশত বাংলাদেশের অংশে প্রবেশ করেছিলেন। স্থানীয়দের প্রতিবাদের মুখে তাঁরা সরে যান। পরে আমরা ঘটনাটি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করি এবং আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাই।”

তিনি আরও বলেন, “এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সে বিষয়ে বিএসএফকে সতর্ক করা হয়েছে।”

স্থানীয়রা জানান, সীমান্ত এলাকায় কৃষকেরা ফসল রক্ষায় খুঁটি পুঁতে বেড়া দেন। সেই খুঁটি উপড়ে ফেলায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে পুরো গ্রামে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
মেহেরপুর সীমান্তে ৬০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
বিএসএফের গুলি থেকে রেহাই পাচ্ছে না নারী-পুরুষ কেউ
ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়া বিজিবি সদস্যকে ফেরত দিল বিএসএফ
লালমনিরহাট সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইন করালো বিএসএফ
12