রাজনৈতিক অস্থিরতা কাটাতে হাতপাখার বিকল্প নেই: চরমোনাই পীর ফয়জুল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি ফয়জুল করীম বলেছেন, দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি কাটাতে ইসলামী আন্দোলনের প্রতীক ‘হাতপাখা’ই একমাত্র সমাধান। তাঁর ভাষায়, “হাতপাখার বাতাসে দেশকে ঠাণ্ডা করতে হবে। জনগণের অধিকার আদায় ও শান্তিপূর্ণ সমাধানে হাতপাখার বিকল্প নেই।”
রোববার (২ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌর শহরের পাটবাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা আয়োজিত গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুফতি ফয়জুল করীম বলেন, “সব জায়গায় এখন ধোঁকাবাজি চলছে। যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে জানে না, যারা ধান নিয়ে নির্বাচন করে তারা ধান কাটতে জানে না, যারা লাঙল নেয় তারা লাঙল চালাতে পারে না। অর্থাৎ তাদের মার্কার সঙ্গে নিজেদের কোনো মিল নেই।”
তিনি আরও বলেন, “নৌকা, ধান, লাঙল—সবই গরিব মানুষের প্রতীক। কিন্তু যারা এই প্রতীকে নির্বাচন করে, তারা কেউ গরিব নয়। তারা গরিবের প্রতীক ব্যবহার করে গরিবের ভোট নেয়, অথচ গরিবের ভাগ্যে কোনো পরিবর্তন আনে না।”
এর বিপরীতে ‘হাতপাখা’কে বাস্তবসম্মত প্রতীক বলে উল্লেখ করেন চরমোনাই পীর। তিনি বলেন, “হাতপাখা সবাই চালাতে পারে—পুরুষ, নারী, ছোট-বড়, ধনী-গরিব সবাই। কারেন্ট চলে গেলেও হাতপাখা ফেল করে না। এটা মুসলমান, হিন্দু, খ্রিস্টান—সব ধর্মের মানুষের প্রয়োজন।”
হাস্যরস মিশিয়ে তিনি বলেন, “নৌকা, ধানের শীষ বা লাঙল কেউ বুকে নিয়ে ঘুমায় না। কিন্তু হাতপাখা থাকে বুকের ওপর, কলিজার পাশে। তাই হাতপাখার বিজয় মানেই দেশের বিজয়, জাতির বিজয়, মানুষের শান্তি।”
গণ-সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও ময়মনসিংহ–৮ (ঈশ্বরগঞ্জ) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি হাবিবুল্লাহ। সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা সাঈদুর রহমান সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমীন, জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা আমির অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মারুফ এবং ইসলামী আন্দোলন ময়মনসিংহ জেলা উত্তরের সভাপতি হাদিউল ইসলাম।
সমাবেশে বক্তারা একযোগে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের জন্য হাতপাখার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন





