logo
  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

প্রিমিয়ার লিগের তিন জায়ান্ট ক্লাবের নজরে রিয়াল তারকা ভিনিসিয়ুস জুনিয়র

অনলাইন ডেস্ক
  ০২ নভেম্বর ২০২৫, ২১:১০

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ক্লাবটির সঙ্গে তাঁর বর্তমান চুক্তি ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত হলেও আর্থিক শর্ত ও ক্লাব ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষের কারণে নতুন চুক্তিতে আগ্রহ দেখাচ্ছেন না এই তারকা ফুটবলার।

সম্প্রতি এল ক্লাসিকোতে বদলি হওয়ার পর ক্ষুব্ধভাবে মাঠ ছাড়ার দৃশ্য সংবাদ শিরোনাম হয়, যা ক্লাব ও কোচ জাবি আলোনসোর সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েনকে আরও স্পষ্ট করেছে।

এই পরিস্থিতিতে ইংলিশ প্রিমিয়ার লিগের তিন জায়ান্ট ক্লাব—চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটি—ভিনিসিয়ুসকে দলে ভেড়ানোর আগ্রহ দেখিয়েছে। আসন্ন ট্রান্সফার উইন্ডোতে তাঁকে নিয়ে বড়সড় প্রস্তাব দেওয়ার প্রস্তুতিও নিচ্ছে ক্লাবগুলো।

চেলসি ভিনিসিয়ুসকে তাদের নতুন আক্রমণভাগের কেন্দ্রবিন্দু হিসেবে দেখতে চায়। ম্যানচেস্টার ইউনাইটেড তাঁকে ইউরোপীয় শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের প্রতীক হিসেবে বিবেচনা করছে, আর ম্যানচেস্টার সিটি চাইছে আক্রমণভাগে নতুন গতি ও সৃজনশীলতা যোগ করতে।

তবে ট্রান্সফারের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে তাঁর উচ্চ বেতন ও রিয়ালের কঠোর রিলিজ ক্লজ। এছাড়া রিয়ালে মূল একাদশে তাঁর ভূমিকা নিশ্চিত না থাকায় ক্লাব পরিবর্তনের বিষয়ে ভিনিসিয়ুস কতটা আগ্রহী, সেটিও এখন বড় প্রশ্ন।

রিয়াল মাদ্রিদে সাম্প্রতিক সময়ের আচরণ ও অসন্তুষ্টি তাঁকে ইংল্যান্ডের ক্লাবগুলোর জন্য সম্ভাব্য লক্ষ্য বানালেও, শেষ পর্যন্ত ভিনিসিয়ুস কোথায় খেলবেন—তা নির্ভর করছে আসন্ন মৌসুমের চুক্তি ও পারফরম্যান্সের ওপর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12