logo
  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

দেশে ভোটার বেড়ে ১২ কোটি ৭৬ লাখ, ইসির তৃতীয় খসড়া ভোটার তালিকা প্রকাশ

অনলাইন ডেস্ক
  ০২ নভেম্বর ২০২৫, ১৯:২৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃতীয় ধাপের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী দেশে এখন মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

রবিবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, “বর্তমানে দেশে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।”

ইসি সচিব জানান, চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নতুন করে ভোটার হয়েছেন ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন। এই নতুনদের নামেই দাবি-আপত্তি গ্রহণ করা হবে।

তিনি বলেন, “এই তালিকাই আগামী সংসদ নির্বাচনে ব্যবহার করা হবে। দাবি-আপত্তি শুধু নতুন ভোটারদের ক্ষেত্রে প্রযোজ্য, আগের ভোটাররা এর বাইরে থাকবেন।”

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, চলতি মাসের ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপরই জাতীয় নির্বাচনের প্রস্তুতির পরবর্তী ধাপ শুরু করবে ইসি।

এই খসড়া তালিকা প্রকাশের মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো বলে জানিয়েছে কমিশন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
“বিএনপি-জামায়াত নির্বাচনে বোঝাপড়ায় যাচ্ছে:”- নাসীরুদ্দীন পাটওয়ারী
সুষ্ঠ নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামী’র ১৮ দফা প্রস্তাব
সুষ্ঠ নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামী’র ১৮ দফা প্রস্তাব
নিরাপত্তা বাড়াতে এসবি ও ডিএমপি কমিশনারকে চিঠি দিয়েছে ইসি
12