ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’
নির্বাচন কমিশনের (ইসি) নতুন প্রতীক তালিকায় যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। দীর্ঘদিন ধরে এই প্রতীকটির দাবিতে অনড় ছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অবশেষে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির প্রকাশিত নতুন তালিকায় তাদের কাঙ্ক্ষিত প্রতীক স্থান পেল।
ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন আজ প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীকের হালনাগাদ তালিকা দেওয়া হয়েছে। এতে ‘শাপলা কলি’সহ বেশ কিছু প্রতীক সংযোজন ও বিয়োজন করা হয়েছে।
এর আগে ২৪ সেপ্টেম্বর ইসি ১১৫টি প্রতীক সংরক্ষণ করে প্রজ্ঞাপন জারি করেছিল, যেখানে ‘শাপলা কলি’ ছিল না।
গত বছর আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত এনসিপি সম্প্রতি ইসির পর্যালোচনায় নিবন্ধনযোগ্য দল হিসেবে বিবেচিত হয়। এরপর থেকেই দলটি ‘শাপলা’ প্রতীকের দাবিতে জোরালো অবস্থান নেয়।
তবে এত দিন ইসি জানিয়ে আসছিল, প্রতীক তালিকায় না থাকায় ‘শাপলা’ বরাদ্দ দেওয়া সম্ভব নয়। গত ২৩ সেপ্টেম্বর এক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ ১১৫টি প্রতীকের তালিকায় এটি নেই।”
এ অবস্থায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম কয়েক দিন আগে জানান, “যেহেতু আইনগত বাধা নেই, আমরা আমাদের জায়গা থেকে শাপলা আদায় করে নেব।”
অবশেষে সেই দাবি পূরণ হলো। আজ প্রকাশিত নতুন প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’।
মন্তব্য করুন





